শ্রীগুরু বন্দনা

 শ্রীগুরু




গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন-শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
🌹শ্রীগুরু প্রণাম 🌹
ওঁ অজ্ঞান-তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
চক্ষুরুন্মীলিয়তং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ অখন্ড-মন্ডলাকারং ব্যাপং যেন চরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ গুরুঃ ব্রহ্মা গুরুঃ বিষ্ণু গুরুঃ দেবো মহেশ্বরঃ।
গুরুঃরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবেনমঃ।।
ওঁ সংসার বৃক্ষম আরুঢ়াঃ পতন্তি নরকার্ণবে।
যেনধৃতমিদং বিশ্বং তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ।
তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ মন্নাথঃ শ্রীজগন্নাথো মদগুরুঃশ্রীজগদগুরুঃ।
মমাত্মা সর্ব্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ চৈতন্যং শাশ্বতং শান্তং ব্যোমাতীতং নিরঞ্জনম্।
বিন্দু-নাদ-কলাতীতং তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
ওঁ নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম্।
নিত্যবোধং চিদানন্দং গুরুব্রহ্মঃ নমাম্যহম্।।
ওঁ ধ্যানমূলং গুরোঃ মুর্ত্তি পূজামূলংগুরোঃ পদম্।
মন্ত্রমূলং গুরোঃ বাক্যং মোক্ষমূলং গুরোঃ কৃপা।।
সমাপ্ত।
🌹শ্রীগুরু বন্দনা 🌹
ভব সাগর-তারণ-কারণ-হে
রবি-নন্দন-বন্দন খন্ডন হে
শরণাগত কিঙ্কর ভীত মনে
গুরুদেব দয়া কর দীনজনে ।।
হৃদি-কন্দর-তামস ভাস্কর হে
তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে
পরব্রহ্ম পরাৎপর বেদ ভণে
গুরুদেব দয়া কর দীনজনে ।।
মন-বারণ শাসন অঙ্কুশ হে
নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে
গুণগান-পরায়ণ দেবগণে
গুরুদেব দয়া কর দীনজনে ।।
কুলকুন্ডলিনী-ঘুম-ভঞ্জক হে
হৃদি-গ্রন্থি-বিদারণ-কারক হে
মম মানস চঞ্চল রাত্রদিনে
গুরুদেব দয়া কর দীনজনে ।।
রিপুসূদন মঙ্গলনায়ক হে
সুখশান্তি-বরাভয়-দায়ক হে
ত্রয়তাপ হরে তব নামগুণে
গুরুদব দয়া কর দীনজনে ।।
অভিমান প্রভাব বিমর্দ্দক হে
গতিহীন জনে তুমি রক্ষক হে
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তিধনে
গুরুদব দয়া কর দীনজনে ।।
তব নাম সদা শুভ দায়ক হে
পতিতাধম মানব পাবক হে
মহিমা তব গোচর শুদ্ধমনে
গুরুদেব দয়া কর দীনজনে ।।
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে
ভবরোগ বিকার বিনাশক হে
মন যেন রহে তব শ্রীচরণে
গুরুদেব দয়া কর দীনজনে
সমাপ্ত।
জয় জগত গুরু। জয় জগতের সকল গুরু।
শ্রীগুরু বন্দনা   শ্রীগুরু বন্দনা     Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 25, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.