শ্রী শ্রী রামঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী।


SRI SRI RAMTHAKUR

শ্রী শ্রী রামঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী। 


               পুষ্পাঞ্জলিঃ


ওঁ নমস্তে বিশ্বরুপায়, শঙখচক্রধরায় চ।
পদ্মনাভায় দেবায়, হৃষীক-পতয়ে নমঃ।।
নমোহনন্তস্বরুপায়, ত্রিগুণাত্মবিভাসিনে।
এষ পুষ্পাঞ্জলিঃ ওঁ সত্যনারায়ণায় নমঃ।।



শ্রী শ্রী রামঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী। 

নমঃ সাতনারায়ণ নমঃ 

সত্য সত্য সত্যপীড় সর্ব সিদ্ধিদাতা। 

বাঞ্ছা বড় বাড়িল,  বর্ণিত  এ ব্রতকথা ।। 

রসাল রাসিক - প্রিয়  রমাইব রাগে    ।। 

বৃন্দারক -বৃন্দকে বন্দনা করি আগে।।

গুরুগণ গণেশে করিয়া প্রণিপাত।

বন্দোঁ বহ্নি বিপ্র বিধি বিষ্ণু বিশ্বনাথ।।

ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা।

ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য্য রাত্রি দিবা।। 

কামাখ্যারে করি নতি ধৰ্ম রাজ যুতা। 

সসর্প মনসা বন্দো মহেশের সুতা। 

অষ্ট সিদ্ধি নব গ্রহ দশ দিকপাল। 

বন্দো বর্ণ পঞ্চশৎ পরম রসাল। 

প্রণমিব পরাৎপর  পদজ্বযুগল। 

 ত্রৈলোক্য  তারিণী বন্দো তুলসী ,সুন্দরী। 

গোলক প্রভৃতি বন্দো  চতুর্দ্দশ পুরী।

গঙ্গা আদি তীর্থ ক্ষেত্রে হইয়া দণ্ডবৎ। 

কামরূপ আদি বন্দো পীঠ পঞ্চাশৎ।

সায়ুধ বাহন আবরণ পরিবার। 

দশ মহা বিদ্যা বন্দো দশ অবতার। 

গোকুলে গোবিন্দ বন্দো গোবর্দ্ধনধারী।

 প্রণমিব প্রভুর প্রেয়সী যত নারী। 

বলরাম আদি ব্রজ বালক সকল। 

বৃন্দাবন জুমুনাদি বিহারের স্থল। 

গো -গোপী -গোপাল গুরু ব্রজবাসী যত।

রাধাকৃষ্ণ যুগ লাস্য সখী সখা শত। 

ষষ্ঠী মহাকাল ক্ষেত্রপাল ,আদি যত। 

উপদেব -বন্দকে বন্দনা শত শত। 

নম্র হইয়া নবদ্বীপে বন্দিব নিমাই। 

পতিত পাবন প্রভু আর কেহ নাই। 

বন্দো বীরভদ্ৰ ধীর নিত্যানন্দ -রাম। 

প্রেমধন দান দিয়ে পূর্ণ   কৈলকাম।

প্রণমিব   নদ নদী নদের নিমাই। 

বীরভদ্র নিত্যানন্দ শ্রীরূপ গোঁসাই। 

  অদ্বৈত আচার্য বন্দো গদাধর  পন্ডিত। 

বন্দিলা শ্রীবাস আদি ভক্ত গণ গীত। 

বৈষ্ণব ব্রাহ্মণ যত মোহন্তগণ। 

যোগী ন্যাসি কর্মী জ্ঞানী গোস্বামী চরণ। 

বিষ্ণু শর্মা বিষ্ণু প্রিয়া সত্যনারায়ণ। 

ভক্ত ভক্তি ভগবান তিন রূপ হন। 

পতিত পাবেন গুরু সত্যনারায়ণ। 

যাঁহার কৃপায় তবে এ তিন ভুবন।

 ব্রাক্ষাদ্যাদি সর্ব শক্তি পরা শক্তিদাত্রী। 

চন্ডাচামুন্ডা চন্ডিকা দূর্গা শিবদূতী। 

অপ্সরী  কিন্নরী ,বন্দো ডাকিনী যোগিনী। 

ছয় রাগ ,ছয় ঋতু ছত্রিশ রাগিনী। 

বন্দো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা গণ। 

যত ব্রহ্ম ঋষি দেব মুনির চরণ। 

অতঃপর বন্দিব রাহিম রামরূপ। 

ত্রিদশের চতুর্দশ ভুবনের ভূপ ।। 

কোরানে কেতাব আর কমলা সংহতি। 

সুফি খাঁ পীরের পায় প্রচুর প্রণতি ।। 

সাত শত আউলিয়া বন্দি করো জোরে। 

ফণীন্দ্র নাগেন্দ্র ইন্দ্র কাঁপে যার  ডরে ।। 

পরে সত্য পীর বন্দো বলে দ্বিজ রাম। 

সাকিন বরদা বাটী যাদু পুর গ্রাম।। 


জয় জয় সত্য পীর       সনাতন দস্ত  গীড়,

           দেব দেব জগতের নাথ 

কে জানে তোমার তত্ব ,  তুমি  রজঃ তমঃ সত্ব 

তোমার  চরণে  প্রণি পাত। । 

সর্ব্বভূতে সর্ব্বময়, চারু চরাচরচয়,
চন্দ্রচূড়–চিন্ত্য চিন্তামণি।
পূর্ব্বে হয়ে দশমূর্ত্তি, করিলে অকথ্য কীর্ত্তি,

সত্যপীর হইলে ইদানী।।

ছয় দরশনে কয়        এক ব্রহ্ম দুই  নয়,

জন্ম জন্ম ভিন্ন ভিন্ন নাম। 

কলিতে যবন দুষ্ট  হৈন্দবী করিলে নষ্ট ,

দেখিয়া রাহিম  হইলা রাম। 


ভক্তের কারণে হরি রহিমের বেশ ধরি,
দুষ্টে দেখি দূরে পরিহার।
ব্রাহ্মণে বলিয়া ভেদ, ঘুচালে মনের ক্ষেদ,
রক্ষা কৈলে সৃষ্টি আপনার।

এক মনে অল্প ধনে যে তোমারে সিন্নি মানে
হাসিল করহ তার কাম।
আমি অতি মূঢ় মতি না জানি ভকতি স্তুতি
নিজ গুনে পুর গুনধাম।
তোমার সেবাতে হয় হৃদয়ের গ্রন্থি ক্ষয় ,
তোমা বিনা কিছু নাহি জানি।
সদানন্দে হয়ে লীন তোমার প্রেমে ধীন।
পারাপর সেবা গত ধ্যানে। ।
দরিদ্র দ্বিজের কাছে, পূর্ব্বকালে সর্ত্ত আছে,
আত্মবাক্য পালিবে আপনি।
নায়কেরে হ'য়ে তুষ্টি, সির্ণিতে করহ দৃষ্টি,
শুন আপনার ব্রত বাণী।।
দুঃখ বিনাশিনী তথা, তোমার মঙ্গল কথা,
যে গায় গাওয়ায় কিংবা শোনে।
তুমি রক্ষা কর তারে, মহামারে মহাঘোরে।।
রণে, বনে, রিপু সন্নিধানে।।
দৃঢ়ভক্তি হয় যার, পাতক না থাকে তার,
মনোরথ সিদ্ধি হাতে হাতে।
কহে দ্বিজ রামেশ্বর, শুদ্ধভাবে শুন নর,
হরি বল পীরের পীরিতে।।
সির্ণি দিয়ে শুদ্ধভাবে, পুজিলে বাঞ্ছিত লভে
পুত্র, দ্বারা, অর্থ, ঘোড়া, দোলা।
ভনে দ্বিজ রামেশ্বর, বুঝে কার্য্য কর নর,
শুন প্রভুর অষ্ট মঙ্গলা।।

কলিতে প্রথম  তত্ত্ব ফকির রত্ব কায়া। 

দ্বিতীয়ে দারিদ্র দ্বিজে দিলে পদ ছায়া।। .

তৃতীয়ে ত্রিবিধ লোক করিলে নিস্তার। 

চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কঠুরার। 

কন্যা জন্য মাননে  পঞ্চমে পরাৎপর। 

সদানন্দ ষ্ষ্টে তুষ্ট হয়ে কষ্ট দূর কৈলা শেষে  । ।  

সপ্তমে সাধুর সঙ্গে পথে দর্শন। 

অষ্টমে অবলার  অহংকার মোচন। ।  

কত ঠাঁই ঠাকুর রালী করিয়া প্রচুর। 

দরিদ্রের  দুঃখ ক্লেশ কত কৈলা দূর। ।  

বংশ ধ্বজ নৃপতির দর্প চূর্ণ করি। 

গোপ গণ সঙ্গে পূজা  করাইলে হরি। ।

পরে তুষ্ট হয়ে তারে দিলা পরম স্থান। 

সত্যনারায়ণ হন দয়ার নিদান। 

পুত্রার্থীরে পুত্র দেয়  ধানার্থীরে  ধন। 

 .দয়ার্থী  সদাই  সেবে সত্যের চারণ। । 

তুমি  প্রভু দোয়া সিন্ধু মহিমা সাগর। 

কি বলিতে পারি প্রভু আমি তুচ্ছ নর।  । 

আপনি রচিলে নাথ আপন কীর্তণ। 

মোর দোষ ক্ষমা ,দেহ শ্রীচরণে শরণ। । 

নায়কে কল্যাণকর গায়কে  সু -স্বর। 

আসর সহিতে  সত্য পীর  দেহ  বর।  । 

পূজার দক্ষিনা দিতে ,না  হবে  কাতর। 

তবে দয়া  করিবেন পীরপয়গম্বর।। .

গ্রন্থ সাঙ্গ হৈল  বিরচিল  দ্বিজরাম। 

সবে হরি ধ্বনি কর মুজরা  সেলাম। 

...............................................................................................................................

" প্রণাম "
অর্চচনং বন্দনং পাঠং নমস্কারৎ ক্ষমন্বতে ।
প্রসাদানন্দ সংযোগে স্ত্ততিং কৃত্বা গৃহং গত্বা ।।
গুণানুচিন্তযেৎ ভক্ত্যা রাত্রৌ নিদ্রা ন লভ্যতে ।
এবং কৃতে মনুষ্যাণাং নিত্যানন্দং সুখং ভবেৎ ।।

 ...................................................................................









শ্রী শ্রী রামঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী। শ্রী শ্রী রামঠাকুরের সত্যনারায়ণ পাঁচালী। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.