একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব । ধ্বংস হইব না । কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্ব ধর্মের সমন্বয় সাধন করবেন । : - - শ্রীশ্রী রামঠাকুর ।

 একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব ।

ধ্বংস হইব না ।
কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে
সর্ব ধর্মের সমন্বয় সাধন করবেন ।
: - - শ্রীশ্রী রামঠাকুর ।



জয় গুরু ।
গুরু কৃপাহি কেবলম্ ।
শুভ সকাল ।
শ্যামদা মাথা নিচু করিয়া বসিয়া আছেন ।
প্রায় বিশ মিনিট পর ঠাকুর বলিতে শুরু করিলেন , জয়ন্তী মা কৈবল্যধাম রক্ষা করিতেছেন ।
তিনি মহাশক্তির তুল্যতালাভ কইরা লোকচক্ষের অন্তরালে থাইকা জগৎ হিতে রত ।
তিনি কৈবল্যধামের অধিষ্ঠাত্রীরূপিনী ।
অনন্তনাগ ফণা বিস্তার কইরা কৈবল্যধামে
শয়নাবস্থায় আছেন ।
তাঁহার জঙ্ঘার উপর শ্রীমন্দির প্রতিষ্ঠিত ।
মন্দিরমধ্যে লক্ষ্মীদেবী নিয়ত শ্রীচরণ সেবায়
রত আছেন ।
মহাকালী এক পদ কৈবল্যকুণ্ডে ,
অপর পদ কামশ্রীকুণ্ডে স্থাপন কইরা সতত
দাঁড়াইয়া আছেন ।
শিব শক্তিতে হরগৌরী সর্বক্ষণ বিহার করেন ।
কৈলাস তীর্থের ফল শিব শক্তিতে পাওয়া যায় । কৈলাস যাওয়ার প্রয়োজন নাই ।
কৈবল্যশক্তিতে দশ মহাবিদ্যা বিরাজ করিতেছেন । অতএব কৈবল্যনাথের সেবায় আত্মনিয়োগ কইরা জীবন সার্থক করেন ।
শ্রীঠাকুর চক্ষু বন্ধ করিয়া বসিয়া আছেন ।
প্রায় দশ মিনিট পর অতি নিচুস্বরে বলিলেন ,
একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব ।
ধ্বংস হইব না ।
কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে
সর্ব ধর্মের সমন্বয় সাধন করবেন ।
ইহা মহাতীর্থে পরিণত হইব , চিন্তা নাই ।
কিছু সময় পর শ্রীঠাকুর চক্ষু খুলিয়া সকলের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিলেন ,
একি ! আপনেরা সকলে বইসা রইছেন কেন ?
কোন জিজ্ঞাসা আছে না কি ?
জয় রাম
ফনীন্দ্রকুমার মালাকার ।
রামভাই স্মরণে ।
পৃষ্ঠা সংখ্যা ৫৫ হইতে ।
একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব । ধ্বংস হইব না । কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্ব ধর্মের সমন্বয় সাধন করবেন । : - - শ্রীশ্রী রামঠাকুর । একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব ।    ধ্বংস হইব না ।   কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে  সর্ব ধর্মের সমন্বয় সাধন করবেন ।   : - -  শ্রীশ্রী রামঠাকুর । Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 25, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.