বেদবানী তৃতীয় খণ্ড।

 বেদবানী তৃতীয় খণ্ড। 


 

 লোকের কথায় কি যায়? সত্যের আবরনই রজঃ তমঃ, একেই ম্লেচ্ছ অর্থাৎ ময়লা বলে। সত্য কখনও মলিন হয় না। যে যাহা বলুক, যে যাহা করুক সর্ব্বদাই সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া সহ্য করিয়া কেবল গুরু স্মরণ করিবে।

[] শ্রী শ্রী রাম ঠাকুর []
[] বেদবাণী ৩য়-খণ্ড-১৩৪ [
এ জগতে চিন্তাময়ী দেবী পরমানন্দ হরিভক্তি স্বয়ং ভগবান জানিবে। এই যে অদ্বৈত, অনন্যচেতা, ইহাই ভগবৎভক্তি লাভে পরাকাষ্ঠা। ভগবান ধীর প্রকৃতিতে সতত বিরাজ করেন, ক্ষেমশক্তি হইতে ধীরত্ব লাভ হইয়া থাকে।
[ শ্রীশ্রী ঠাকুর ]
[ বেদবাণী- ৩য় খণ্ড -৩৯ ]
লোকের কথায় কি যায়? সত্যের আবরনই রজঃ তমঃ, একেই ম্লেচ্ছ অর্থাৎ ময়লা বলে। সত্য কখনও মলিন হয় না। যে যাহা বলুক, যে যাহা করুক সর্ব্বদাই সহিষ্ণুতাকে আশ্রয় করিয়া সহ্য করিয়া কেবল গুরু স্মরণ করিবে।
[] শ্রী শ্রী রাম ঠাকুর []
[] বেদবাণী ৩য়-খণ্ড-১৩৪ []


প্রারব্ধ ভুঞ্জমানানি গীতাধ্যান পরায়না। লোক সকল স্ব স্ব ভাগ্যানুসারে মরভূমে মনের দ্বারায় প্রলোভিত হইয়া প্রকৃতিকে আকর্ষণ করিয়া মনের দ্বারা ভাগ্যফল আমদানি - রপ্তানি করিয়া থাকে। কিন্তু ফলের অধিকার নাই। ফলদাতা সত্যব্রত জানিবেন। ......সত্যের সেবায় রত থাকিলে কোন অভাব হয় না জানিবেন। ভাগ্যফলের চিন্তা না করিয়া ভগবানেরই চিন্তা করিবেন। তিনিই সকল সঙ্কট মুক্তির স্থান। ......মিছামিছি অনর্থক বাজে চিন্তা না করিয়া সত্যের অধীন হইতে চেষ্টা করুন। তিনি ন্যায়পরতার আনন্দে রাখবেন।
ভাগ্যফল ত্যাগই সত্য। সত্যং পরমং ধীমহি। ত্যাগং, সত্য, শুচি দয়া জানিবেন। ধৈর্য্য ধরিয়া ভগবানের অধীন থাকুন, তিনিই পিতা যেমন পুত্রকে পালন করেন সেইরুপ তিনিও আপনাকে পালন করিবেন। [?]
-- শ্রীশ্রী রামঠাকুর
বেদবানী ৩য় খন্ড(১৮)




বেদবানী তৃতীয় খণ্ড। বেদবানী তৃতীয় খণ্ড। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 07, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.