ঠাকুর! প্রনব কীর্ত্তনের প্রভাব কি?

 ঠাকুর! প্রনব কীর্ত্তনের প্রভাব কি?



" প্রনব অর্থ হইল তন্ময়তার সঙ্গে হরি নাম করা।
প্রনব কীর্ত্তনের ফল সর্বএ সর্বকালে সমভাবে হইয়া থাকে। তারতম্য কিছু নাই।
যেমন, অমৃত পানে স্বাদ, তিক্ত, কষা, মিষ্টি যেমনই লাগুক, অমৃত অমৃতের ফল দিবেই।
সেই-রুপ নাম করতে ভাল, মন্দ, রুচি, অরুচি যেমন লাগুক না কেন, নাম-নামের ফল অবশ্যই দিবে।
এই কীর্ত্তন শ্রবণে বৃক্ষ, তরু, লতা, কীট পতঙ্গাদি সকল জীবের উন্নত অবস্হা প্রাপ্তি হয়"।
জয় রাম জয় গোবিন্দ


ঠাকুর! প্রনব কীর্ত্তনের প্রভাব কি? ঠাকুর!  প্রনব কীর্ত্তনের প্রভাব কি? Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 14, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.