নিজেকে চিনিবার জন্য —বাহিরে ও অন্তরে, অহংকে বুঝিবার জন্য শ্রীগুরুর লীলাবর্ণনা।
আত্মনাং বিদ্ধি"—
নিজেকে চিনিবার তাই এই চেষ্টা —তাই গুরুদর্শনে নিজের প্রতিবিম্ব ফুটাইয়া তোলার এই সাধ—গুরু সে সাধ পূর্ণ করেন মানবীয় লীলার মাধ্যমে, বিভূতি প্রদর্শনে,যৌগিক লীলায়।
প্রাণ ভরিয়া দুই চক্ষুর নির্নিমেষ দৃষ্টিতে সমগ্র অন্তর দিয়া দেখিয়াছি সেই লীলা—দেখিয়াছি সেই বিভূতির প্রকাশ —দেখিয়াছি সেই অপরুপ রুপে রূপায়িত বিগ্রহ —দিনের পর দিন,ক্ষণে ক্ষণে,মনে মনে, বাহিরে ও অন্তরে।তাহারই একটু আভাস দিতে চেষ্টা করিয়াছি এই গ্রন্থে।
এই গ্রন্থ লিখিবার কারণ নিজেকে চিনিবার জন্য —বাহিরে ও অন্তরে, অহংকে বুঝিবার জন্য শ্রীগুরুর লীলাবর্ণনা।
শ্রীগুরু শ্রীরামঠাকুর
" মুখবন্ধ"
—শ্রীরোহিণীকুমার মজুমদার
"নিজেকে চিনিবার জন্য —বাহিরে ও অন্তরে, অহংকে বুঝিবার জন্য শ্রীগুরুর লীলাবর্ণনা।"
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
July 14, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
July 14, 2021
Rating:



No comments:
sri sri Ramthakur