শ্রীশ্রী রামঠাকুর " রথ দেখা কলা বেচা " কথাগুলি বলিয়া হয়ত এই ধরনের ইঙ্গিত করিয়াছিলেন তাঁহার আশ্রিতদের উদ্দেশ্য করিয়া ।......।

 নাম যেন গাছের তলার আম ,

কুড়াইলেই পাওয়ার যায় ।রথ দেখা কলা বেচা ।বায়স্কোপ দেখতে আইছেন বায়স্কোপ দেখেন গিয়া ।এখানে কোন নাম নাই ।
জয় রাম জয় গোবিন্দ
শ্রীশ্রী রামঠাকুর ।



সস্ত্রীক ললিত মোহন দে , চৌমুহনীতে আসিলেন রূপভারতী প্রেক্ষাগৃহে বায়স্কোপ দেখিতে । তাহার নিবাস ছিল চৌমুহনীর পাঁচ ছয় মাইল পূর্বদিকে আজিজপুর গ্রামে । বায়স্কোপ শুরু হওয়ায় অনেক পূর্বেই তারা পৌঁছেছিলেন চৌমুহনীতে ।
;

ললিত মোহনের মনগত ইচ্ছা ছিল রামভাই 'র নিকট সহধর্মিণীর নাম পাওয়ার কার্য্যটি সারিয়া ফেলিবেন । ললিত বাবু পূর্বেই নাম পাইয়াছেন ।
কিন্তু তার স্ত্রীর নাম পাওয়ার সুযোগ তখনও
হইয়া উঠে নাই ।
ভাবিলেন বায়স্কোপ দেখার পথে সেই কাজটি
সমাধা হইলে ভালো হয় ।

ঘোমটা মাথায় বধূটি স্বামীর পিছনে দাঁড়াইলে স্বামী ললিত মোহনবাবু শ্রীশ্রী ঠাকুরকে বলিলেন ,
ঠাকুর মহাশয় , আমি আগেই নাম পাইয়াছি ।
অখন আমার স্ত্রীকে নাম দেন ,
তার নাম পাওয়া অখনও হয় নাই ।
তাহার কথা শুনিয়া ঠাকুর মহাশয় কহিলেন ,
আপনেরে কি তিনি উকিল ধরাইছেন ?
তারপর একটুক্ষণ চুপ থাকিয়া ঠাকুর মহাশয় আপন মনে জোরের সহিত বলিতে লাগিলেন ,
;;;;;;;;;;
" শ্বাশুড়ী ঠাকুরানীর সাথে ঝগড়া কইরা আইছেন উকিল ধরাইয়া নাম নিতে ?
নাম যেন গাছের তলার আম ,
কুড়াইলেই পাওয়া যায় ।
রথ দেখা কলা বেচা ।
বায়স্কোপ দেখতে আইছেন বায়স্কোপ দেখেন গিয়া । এখানে কোন নাম নাই ।
অবগুণ্ঠনবতী বধূটি ঘোমটার আড়ালে থাকিয়া
তখন ভাবিয়া কূল কিনারা পাইল না ,
রামভাই কি করিয়া জানিলেন যে ,
আসার সময় শ্বাশুড়ীর সহিত তাহার ঝগড়া
হইয়া ছিল । প্রকৃতই এইরূপ ঘটিয়া ছিল ।
তাহারা যাত্রা করিয়া আসার সময় বধূটির শ্বাশুড়ী ঠাকুরানী বলিয়াছিলেন ,
বৌমা , বায়স্কোপ দেখিতে যাইতেছ যাও ,
বারণ করবো না ।
কিন্তু নাম পাওয়া ইচ্ছা হইলে অন্য একদিন
স্নানদান করিয়া শুদ্ধসাঙ্গ মত যাইয়া রামভাই 'র
নিকট নাম প্রার্থনা করিবা ।
শ্বাশুড়ী মায়ের কথা শুনিয়া বধূটি তখন বলিয়াছিল ,
" আপনি সব কাজেই বাগড়া দেন কেন ?
এক কাজে দুই কাজ হইলে ক্ষতির কি আছে " । এইরূপ আরও কথা কাটাকাটি হইয়াছিল
শ্বাশুড়ী- বৌমার মধ্যে ।
আর নাম পাওয়া হইল না ।
ঠাকুর মহাশয় ফিরাইয়া দিয়াছিলেন তাহাদের কে । স্বাভাবিক ভাবেই সেদিন বায়স্কোপ দেখাও তাহাদের তিক্ত মনে হইয়াছিল ।
ইহার কিছুদিন পরে শ্বাশুড়ী মাতার নির্দেশ অনুসারে আসিয়া শ্রীশ্রী ঠাকুরের নিকট নাম প্রার্থনা করিয়া শ্রীনাম মহামন্ত্র পাইয়াছিলেন বধূটি ।
ছোট এবং খুবই সামান্য ঘটনা ।
কিন্তু শিক্ষা অপরিসীম ।
সচরাচর প্রায়ই দৃষ্ট হয় তীর্থ করতে যাইয়া বা কোন ভগবৎ অনুষ্ঠানাদিতে যোগ দিতে গিয়া নানান দ্রষ্টব্য স্থান এবং দর্শনীয় বস্তুগুলি দেখিয়া কেহ কেহ আনন্দ লাভ করার চেষ্টায় থাকেন ।
ইহাতে তীর্থও হয় না ,
ভগবৎ সান্নিধ্যও লাভ করা যায় না ।
শ্রীশ্রী রামঠাকুর " রথ দেখা কলা বেচা " কথাগুলি বলিয়া হয়ত এই ধরনের ইঙ্গিত করিয়াছিলেন তাঁহার আশ্রিতদের উদ্দেশ্য করিয়া ।
জয় রাম
সদানন্দ চক্রবর্ত্তী ।
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ১১১ হইতে ।
,

শ্রীশ্রী রামঠাকুর " রথ দেখা কলা বেচা " কথাগুলি বলিয়া হয়ত এই ধরনের ইঙ্গিত করিয়াছিলেন তাঁহার আশ্রিতদের উদ্দেশ্য করিয়া ।......। শ্রীশ্রী রামঠাকুর " রথ দেখা কলা বেচা "  কথাগুলি বলিয়া হয়ত এই ধরনের ইঙ্গিত করিয়াছিলেন তাঁহার আশ্রিতদের উদ্দেশ্য করিয়া ।......। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 19, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.