শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী :~ ................
সর্বদা একভাবে থাকা প্রয়োজন। সুবিধাবাদী হইলে চলিবে না।
ঠাকুরই সব করাইতেছেন সত্য, সুতরাং সত্য যাহা তা হইবেই।
কপটাচরণ ত্যাগ না করিয়া শুধু ঠাকুর ঠাকুর করিলে চলিবে না।
.
সুতরাং ধৈর্য্য ধরিয়া থাক, তোমার ছুটাছুটিতে কিছুই হইবে না।
আমি তোমার মঙ্গলই করিব।
আমি তোমার সঙ্গে সর্বদার তরেই আছি একথা সত্য এবং তোমার সকল ভালো মন্দ কাজের শক্তিও তোমার কামনা বাসনা অনুযায়ী আমিই যোগাইতেছি।
আমি তোমার এত নিকটে তবুও দেখিতে পাও না কেন ?
তুমি তোমার কর্ম দ্বারাই আবরণ বানাইয়া ক্রমশ: আমাকে আরও দূরে সরাইয়া দিতেছ।
(জয় রাম)
শ্রীশ্রীরামঠাকুরের অমৃত বাণী :~ .
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
July 19, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
July 19, 2021
Rating:


No comments:
sri sri Ramthakur