বেদবানী ৩য় খন্ড(১০৫)

 প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল

দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।


অদৃষ্টচক্রে সংসারে নানাবিধ ঘটনাই ঘটিয়া থাকে, তাহাতো [?] মানবেই ভোগ করিয়া থাকে।

ভাগ্যে যাহা ঘটিবে তাহাতেই সন্তোষ থাকিয়া সর্ব্বদা নাম করিয়া যাইতে যাইতে ভগবানের নিত্যধামে যাইতে পারে।

সেখানে অদৃষ্টচক্রের অধিকার নাই, কেবল নিত্যমুক্ত আনন্দময়। এই জগতে প্রার্থনা মাত্রই ঋণবদ্ধ হইয়া থাকে।

যদি ভাগ্যে থাকে সকলি পাইবেন, চিন্তা করিবেন না।

.........জগতের জন্ম-মৃত্যুর হাত নিবারণের জন্য একমাত্র ভগবানের শরণ নিতে হয়।

-শ্রীশ্রী রামঠাকুর
বেদবানী ৩য় খন্ড(১০৫)
...................................................................................................................................................

................................................................................................................................................................................
.....................................................................................................................................................................................
বেদবানী ৩য় খন্ড(১০৫) বেদবানী ৩য় খন্ড(১০৫) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on July 05, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.