আশ্চর্য্যের বিষয় গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল, এত জল কোথা থেকে এলো?

 

আশ্চর্য্যের বিষয় গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল, এত জল কোথা থেকে এলো?

,.,

সেই সময় হরিদ্বারে পুর্ণকুম্ভ মেলা হয়েছিল ৷ আমাদের এক আত্মীয় তাঁর গুরুর সঙ্গে পুর্ণকুম্ভ মেলায় যাচ্ছেন৷ তাঁহারা কুম্ভমেলার নানা গল্প করলেন৷ বাবা ও শ্রীশ্রীঠাকুর তাঁদের সব গল্প নীরবে শুনলেন৷ আমার মা ঠাকুরকে বললেন ‘ঠাকুর চিরদিন ত রান্না নিয়েই থাকলাম৷ কুম্ভ মেলায়ও গেলাম না, মনে বড় দুঃখ রয়ে গেলো৷’

শ্রীশ্রীঠাকুর মাকে বললেন ‘মা মনে দুঃখ রাখতে নাই ৷ কুম্ভ গৃহী সংসারী লোকের জন্য নয় ৷ কুম্ভমেলা সাধু মহাত্মাদের জন্য ৷ তবে লোক সকল কুম্ভে যায়, সাধু দর্শন হয় এই যা, সকলেরই কুম্ভস্নান হয় না ৷’....
তারপর ঠাকুর মাকে বললেন ‘মা, আপনার মনে কুম্ভস্নানের দুঃখ আছে ৷ আপনি এক ঘটি জল আনেন ৷’ মা এক ঘটি জল ও গামলা আনলেন ৷ ঘটির মধ্যে একসেরের মত জল ছিল ৷ আর গামলায় কোন জল ছিল না, তাতে অবশ্য ৮/৫ সেরের মত জল ধরে ৷ ঠাকুর খাটের উপর বসে গামলায় শ্রীপাদপদ্ম রাখলেন ৷
.

মা তার বীজমন্ত্র জপ করতে করতে ঠাকুরের শ্রীচরণে ঘটির জল ঢালতে লাগলেন ৷ সেই ঘটির জল ঠাকুরের শ্রীচরণ ধুয়ে কুলু কুলু শব্দ করে গামলা ভর্ত্তি হয়ে মাটিতে গড়িয়ে পড়তে লাগলো ৷ আশ্চর্য্যের বিষয় গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল, এত জল কোথা থেকে এলো? সেই অত্যাশ্চর্য্য দৃশ্য দেখে আমাদের যে কি আনন্দ হয়েছিল তা লেখা দ্বারা প্রকাশ করা সম্ভব নয় ৷
শ্রীমতী ঊষারানী গঙ্গোপাধ্যায় লিখিত - "আমার জীবনে শ্রীশ্রীরামঠাকুর"
আশ্চর্য্যের বিষয় গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল, এত জল কোথা থেকে এলো? আশ্চর্য্যের বিষয় গামলা থেকে ঘটি অনেক ছোট ছিল, এত জল কোথা থেকে এলো? Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.