নি:শব্দ দৃষ্টিতে যাঁদের কথা চলে,তাঁদের আবার শব্দের প্রয়োজন কোথায়। দেবতারা বোধ হয় এভাবেই কথা বলে।

 প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল

দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল

গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।


আধ্যাত্বিক জগতের ব্রহ্মজ্ঞানী সাধিকা মা আনন্দময়ী


এসেছেন ঠাকুরের

সঙ্গে সাক্ষাৎ করতে।
ঠাকুর তখন অবিভক্ত বাংলার বন্দর শহর চাঁদপুর'এ শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের বাড়ীতে অবস্থান করছেন।
মা'ও চাঁদপুরে আছেন তাঁর এক ডাক্তার শিষ্যের বাড়ীতে।
মা আসছেন সংবাদ পেয়ে সমস্ত বাড়ী,ভিতর এবং বাইরে লোকে লোকারন্য।
অনেক কষ্টে বাড়ীতে ঠাকুর যে ঘরে আছেন সেখানে এনে ঠাকুরের বিছানায় মা'কে বসানো হল।
তখন বিকেল ৫ টা।
ঘর ভরতি লোক।

তাঁরা এসেছেন এক অনুপম স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষ করার জন্য।
মা এবং ঠাকুর বসে আছেন।
তাঁরা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে আছেন।
অনেক্ষণ, প্রায় আধঘন্টা অতিক্রান্ত।
এক সময় মা ঠাকুরের কাছ থেকে বিদায় চাইলেন।
ঠাকুর শুধু বললেন, " আচ্ছা "।
আর কোন কথা শোনা গেল না।
তাঁরা শুধু দুচোখের দৃষ্টির ভাষা দিয়েই ভাব বিনিময় করলেন।
ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মা আরও একবার রোহিণী বাবুর বাড়ীতে এসেছিলেন।
সেবারও তিনি সেই একই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন।
হায়রে, আমরা মানুষ হয়ে দেব ভাষা বুঝতে চাইছি! কিন্তু মানুষের মত জীবের সে ভাষা শোনার,বোঝার শক্তি কোথায়। নি:শব্দ দৃষ্টিতে যাঁদের কথা চলে,তাঁদের আবার শব্দের প্রয়োজন কোথায়।
দেবতারা বোধ হয় এভাবেই কথা বলে।
• • • • • • • • • • • • •
সূত্র : শ্রী গুরু শ্রীশ্রী রামঠাকুর,
লেখক: শ্রী রোহিণী কুমার
মজুমদার।





নি:শব্দ দৃষ্টিতে যাঁদের কথা চলে,তাঁদের আবার শব্দের প্রয়োজন কোথায়। দেবতারা বোধ হয় এভাবেই কথা বলে। নি:শব্দ দৃষ্টিতে যাঁদের কথা চলে,তাঁদের আবার শব্দের প্রয়োজন কোথায়।  দেবতারা বোধ হয় এভাবেই কথা বলে। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.