শ্রীশ্রী ঠাকুরের শ্রীপটের সম্মুখে যাহাই ভোগ দেওয়া হইয়া থাকে তাহা ঠাকুর যে গ্রহণ করেন এই ঘটনায় তাহাও প্রমাণিত , সত্য বলিয়াই জানা গেল ।

শ্রীশ্রী রামঠাকুর মহাশয়ের শুভাগমন হইল আসামের শিলচরের এক আশ্রিতা ভক্তের গৃহে । 
 শিলচর বাসী ঠাকুরের আশ্রিতা জনৈক ভদ্রমহিলার চোখে এইবার ঠাকুর মহাশয়কে খুবই রুগ্ন এবং 
অসুস্থ্য ঠেকিতেছিল । 
 তিনি শ্রী ঠাকুরকে এর জন্য প্রশ্নও করিলেন , 
ঠাকুর মশাই আপনার একী চেহারা হয়ছে ?  
 খাওয়া দাওয়া ঠিকমত করেন না নাকি ?  
এত অসুস্থ্য লাগছে কেন আপনাকে ? 
 ঠাকুর :   হ , অপরের উচ্ছিষ্ট খাইয়া খাইয়া 
               আমাশা হইয়া গেছে আমার ।
আশ্রিতা :   সেকি , আপনি উচ্ছিষ্ট খান কেন ? 
ঠাকুর :   কি করুম , আপনেরা যা দেন তা তো
              খাইতে হয় ।  না খাইয়া তো পারি না ।  
              খাইতেই হয় ।
আশ্রিতা :  আমরা উচ্ছিষ্ট দেই আপনাকে !  তার মানে ?
ঠাকুর :  দেন না ?  আপনার স্বামী রসপুলি
              খাইতে ভালবাসেন , তাই স্বামীর লাইগ্যা         
               রসপুলি বানাইয়া আমারেও দেন  ,
              স্বামীর উদ্দেশ্যে বানাইলে তা উচ্ছিষ্ট হয় না ?  
এই বলিয়া ঠাকুর মহাশয় চুপ হইয়া গেলেন ।
  তাহা শুনিয়া ভদ্রমহিলা লজ্জিত যেমন হইয়াছেন , তেমনই নিজেকে অপরাধী মনে করিতে লাগিলেন ।  কারণ তিনি বাড়ীতে মাঝে মাঝে তাহার স্বামীর জন্য রসপুলি বানাইয়া থাকেন । 
 রসপুলি তাহার স্বামীর বড় প্রিয় বস্তু ।
  তাই ভদ্রমহিলা স্বামীর জন্য রসপুলি বানাইয়া
  তাহা হইতে কিছু রসপুলি আলাদা বাটিতে তুলিয়া         রাখিয়া পরে ঠাকুরকে ভোগ নিবেদন করিতেন
 পূজার সময় । 
 কাহারো উদ্দেশ্যে কোন আহার্য্য বস্তু বানাইয়া
 তাহা ঠাকুরকে দিলে যে উচ্ছিষ্ট দেওয়া হয় এই বোধ তাহার ছিল না ।
  তিনি ভাবিতে লাগিলেন সত্যিই তো ঠাকুরকে ভালবাসিয়া বা উদ্দেশ্য করিয়া রসপুলি বানাই না ।  ভদ্রমহিলা নিজেকে অপরাধী মনে করিয়া বারংবার ঠাকুর মহাশয়ের নিকট ক্ষমা ভিক্ষা করিতে লাগিলেন ।  
সংসারী ভক্তরা সচরাচর ভূল করিয়া থাকেন তাহা যেমন জানা গেল । 
 তেমন শ্রীশ্রী ঠাকুরের শ্রীপটের সম্মুখে যাহাই ভোগ দেওয়া হইয়া থাকে তাহা ঠাকুর যে গ্রহণ করেন এই ঘটনায় তাহাও প্রমাণিত , সত্য বলিয়াই জানা গেল ।

জয় রাম 

সদানন্দ চক্রবর্ত্তী ।
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর ।
শ্রীশ্রী ঠাকুরের শ্রীপটের সম্মুখে যাহাই ভোগ দেওয়া হইয়া থাকে তাহা ঠাকুর যে গ্রহণ করেন এই ঘটনায় তাহাও প্রমাণিত , সত্য বলিয়াই জানা গেল । শ্রীশ্রী ঠাকুরের শ্রীপটের সম্মুখে যাহাই ভোগ দেওয়া হইয়া থাকে তাহা ঠাকুর যে গ্রহণ করেন এই ঘটনায় তাহাও প্রমাণিত , সত্য বলিয়াই জানা গেল । Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 12, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.