বেদবাণী ১ম খন্ড, ১১১ নং পত্রাংশ

মূল দেবতার অর্চ্চনা করিলে তাহার সাঙ্গপাঙ্গ সকলি তৃপ্ত হইয়া থাকে। আড়ম্বরাদি কার্য্যে অখুত্ সম্পাদন হয় না। কেবল বিশুদ্ধ ভক্তি দ্বারাই ভগবানের তৃপ্তি হয়।ঐশ্বর্য্যাদি অহংকারের বাধ্য নয়।মায়াময় সংসারে ঐহিক বৈভবেই মও মাধুর্য্য রসের অভাব থাকায় ভজন সাধনে কৃপা উপলদ্ধি হয় না, বিশুদ্ধ ভক্তির প্রয়োজন। মাধুর্য্য রস ভিন্ন ভগবান লাভ করিতে পারে না। ভগবৎ প্রেমই পরম পদ, কর্ওৃত্বাভিমানে জীব সকল সংসার সাগরে ভাসিয়ে বেড়ায়।দিবানিশি নাম করিবে। ভগবানের নাম রুপ সতত চিন্তা করিলে দেহ, মন,বুদ্ধি বিশুদ্ধ হইয়া ভক্তি প্রকট হয়। বিশুদ্ধ ভক্তি লাভ হইলেই প্রেম লাভ হয়, সেই প্রেমেই কৃষ্ণচন্দ্র মিলন ঘটে। উৎসব কি সভার মধ্যে তিনি থাকেন না।

বেদবাণী ১ম খন্ড, ১১১ নং পত্রাংশ
জয় রাম, জয় গোবিন্দ
বেদবাণী ১ম খন্ড, ১১১ নং পত্রাংশ বেদবাণী ১ম খন্ড, ১১১ নং পত্রাংশ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 18, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.