"নামই তো সেই পরম বস্তু, কারন নাম আর নামী অভিন্ন"..........

একবার এক নামপ্রাপ্ত ভক্ত প্রশ্ন করেন, “কোন অনুষ্ঠানে আড়ম্বর নেই, নিভৃতে কর্নমুলে মন্ত্র নেওয়াই নেই, উচ্চকন্ঠে আপনি নাম দিচ্ছেন, এ কি রকমের সাধন-দান ঠাকুর?” ঠাকুর উত্তর দেন, “অনুষ্ঠান তো ঠিকই হচ্ছে এখানে, অণু মানে সুক্ষ্মতম বস্তু ৷ নামই তো সেই পরম বস্তু, কারন নাম আর নামী অভিন্ন, সেই অণুর স্থানই তো এখানে নামপ্রাপ্ত ভক্তের হৃদয়ে তৈরী হয়ে যাচ্ছে, এই তো আসল অনুষ্ঠান ৷ আর কানে মন্ত্র দেবার কথা বলছেন? মন্ত্র জপ হয় প্রাণে, মন্ত্র পায়ও প্রাণে ৷”

(শ্রীশঙ্করনাথ রায়

 লিখিত রামঠাকুর 

হইতে নেওয়া)

https://www.amazon.in/Kraft-Seeds-Rajnighandha-Flower-Bulbs/dp/B00TY1Z3IA/ref=pd_di_sccai_1/261-1718697-8322254?pd_rd_w=3iFLi&pf_rd_p=fe781afd-b38e-460e-84b3-0b9cfeddda81&pf_rd_r=SHDVXB8ZD7BC0WJ67H1A&pd_rd_r=c7127423-6dc8-4ece-8896-b613fe49cc88&pd_rd_wg=bWSRE&pd_rd_i=B00TY1Z3IA&psc=1#:~:text=%3Ca%20href%3D%22https,margin%3A0px%20!important%3B%22%20/%3E
"নামই তো সেই পরম বস্তু, কারন নাম আর নামী অভিন্ন".......... "নামই তো সেই পরম বস্তু, কারন নাম আর নামী অভিন্ন".......... Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 18, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.