(রাম ঠাকুরের কথা )


"স্বভাবে থাকাই ধর্ম, স্বভাবকে ছাড়িয়াই জীব অভাবে পড়িয়া যায় এবং তাহাতেই সুখদুঃখকর দ্বন্দ্বের সৃষ্টি হয়। অকর্ত্তাবুদ্ধিই স্বভাব, কর্ত্তৃত্ববুদ্ধিই অভাব। জীবের স্বরূপোপলব্ধির প্রধান অন্তরায় অহংবুদ্ধি এবং এই অহঙ্কারাত্মিকা বুদ্ধির দ্বারা চালিত হইয়া আমরা যাহা কিছু করি সকলই দক্ষযজ্ঞ - শিবহীনযঞ্জ, প্রমথগণের উৎপাতে শেষ পর্যন্ত লন্ডভন্ড হইয়া যাইতে বাধ্য।"                                              -- শ্রী শ্রী রামঠাকুর।                                    
 (রাম ঠাকুরের কথা     -- ডঃ ইন্দুভূষণ বন্দোপাধ্যায়)



(রাম ঠাকুরের কথা ) (রাম ঠাকুরের কথা ) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 19, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.