বেদবাণী ১ম খন্ড, ১০৮ নং পত্রাংশ


ভগবান পদ পাইবার জন্য কর্ওৃত্বাভিমান মতে কোন প্রার্থনা রাখিতে হয় না। অদৃষ্টক্রমে কর্ম্মসূত্র দ্বারা যে রকম সমাজেই যে অবস্থা আবরণে পড়িয়া জন্ম পাইতে হয় তাহাতে বিরক্ত না হইয়া, সহিষ্ণুতা দ্বারা সর্ব্বদা ভগবৎ চরণে মতি রাখিয়া লাঞ্চনা, গঞ্জনা, পিতা মাতা সম্বন্ধীয় যাবতীয় বেগ সহ্য করিতে করিতে, ভগবানের নাম করিতে করিতে দেহরুপ হইতে মনের সকল অভাব মোচন হইয়া যাইবে। তারপর আর কোন বাধা থাকিবে না, তখন পরম আনন্দরসে ভাসিয়া থাকিবে। ভগবান কৃপা করিলেই তাহার উপর নানা ঝঞ্জাট উপস্থিত হইয়া থাকে। ইহাই মঙ্গল জানিবে। যথাসাধ্য আত্মীয় স্বজনের আচারের দ্বারা বিরক্ত না হইয়া তাহাদের তৃপ্তির জন্য চেষ্টা করিবে। যাহা যখন সময় পাইবে, নাম করিবে। এতৎভিন্ন যত পারিবে মনে মনে ভগবান নিকটে আছেন এই চিন্তা করিয়া নাম করিবে। ইহাতেই ভগবানের নিকটে যাইবে।

বেদবাণী ১ম খন্ড, ১০৮ নং পত্রাংশ
জয় রাম, জয় গোবিন্দ।
বেদবাণী ১ম খন্ড, ১০৮ নং পত্রাংশ বেদবাণী ১ম খন্ড, ১০৮ নং পত্রাংশ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.