একটি ঘটনার কথা শ্যাম দা’র মুখে শুনিয়াছিলাম।

 একটি ঘটনার কথা শ্যাম দা’র মুখে শুনিয়াছিলাম।


তিনি এবং আর একজন ভদ্রলোক ঠাকুরকে সঙ্গে লইয়া বিক্রমপুরে কোথায় যেন যাইতেছিলেন। কিছুক্ষণ চলিবার পর তাঁহারা দেখিলেন যে কিছু দূরে প্রকা- একটি বানর সঙ্গীর্ণ রাস্তাটি আটকাইয়া দাঁড়াইয়া রহিয়াছে। এই অঞ্চলের বানরগুলি অত্যন্ত হিংস্র, কখন কখন মানুষ ধরিয়া টানিয়া ছিঁড়িয়া ফেলিয়াছে, এরূপ খবরও শোন যাইত, সুতরাং শ্যাম দা’ এবং তাহার সঙ্গী সেই ভদ্রলোকটি স্বভাবতঃই একটু ভীত হইলেন। ঠাকুর কিন্তু বলিলেন যে কোন ভয়ের কারণ নাই, বানরটা কিছুই করিবে না এবং আগাইয়াই চলিলেন। ঠাকুর ঐ বানরটির নিকটে আসিতেই শ্যাম দা’ ও তাহার সঙ্গী সেই ভদ্রলোকটি আশ্চর্য্য হইয়া দেখিলেন যে সে মাটিতে মাথা ঠেকাইয়া ঠাকুরকে প্রণাম করিল এবং পরে ধীরে ধীরে একদিকে চলিয়া গেল।

সূত্র- রাম ঠাকুরের কথা। লেখক-শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়।
জয় শ্রীশ্রী রাম ঠাকুর।
একটি ঘটনার কথা শ্যাম দা’র মুখে শুনিয়াছিলাম। একটি ঘটনার কথা শ্যাম দা’র মুখে শুনিয়াছিলাম। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.