শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে আমার শত কোটি প্রণাম জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্



শ্রীশ্রী ঠাকুরের চীনেবাদাম খাওয়াঃ

হরিদাস আচার্য্য বাবু পার্কে বসে ঠাকুরের সহিত আলোচনায় মগ্ন।
সে সময় একজন চীনেবাদামওয়ালা তাঁদের সামনে এসে বললেন, "দু'পয়সার চীনেবাদাম নেবেন?" চীনেবাদামওয়ালার এই অনুরোধ হরিদাসবাবুর কাছে উৎপাত বলে মনে হলো। তাই তিনি তীব্রকন্ঠে বলে উঠলেন, "না, না, লাগবে না, তুমি যাও।" সঙ্গে সঙ্গে ঠাকুরমহাশয় হরিদাসবাবুকে দু'পয়সার চীনেবাদাম কিনতে অনুরোধ করলেন। নিরুপায় হয়ে হরিদাসবাবু দু'পয়সার চীনেবাদাম কিনলেন। বাদামওয়ালা চলে যেতেই ঠাকুরমহাশয় সাগ্রহে চীনেবাদামের ঠোঙাটা নিজের কাছে নিলেন এবং সমভাবে দু'ভাগ করে নিজের অংশ থেকে বাদাম খেতে লাগলেন। পথে-ঘাটে, হোটেল-রেষ্টুরেন্টে খাওয়া ছিল আচার্য্য মহাশয়ের প্রকৃতি-বিরুদ্ধ। এমন তিনি কখনও করেননি ইতিপূর্বে। কোনও কিছু গ্রহনে ঠাকুরমহাশয়ের আগ্রহ তিনি দেখেনওনি, শোনেনওনি।আজ এমনকী ব্রহ্মক্ষিদে ঠাকুরমহাশয়কে পেয়ে বসল যে, পার্কের বেঞ্চিতে বসে দু'পয়সার চীনেবাদামের অর্ধেক নির্বিচারে সানন্দে খাচ্ছেন ছেলেমানুষের মত। ঠাকুরমহাশয়ের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও তার ভাগের চীনেবাদাম খাচ্ছিলেন আচার্য্য মহাশয়। কিন্তু আর চেপে থাকতে পারলেন না। এ বিষয়ে প্রশ্ন করে বসলেন হরিদাসবাবু। উত্তরে ঠাকুরমহাশয় জানালেন যে তারা তো কত ভাবে কত পয়সা খরচা করেন। একটু মনে যেন রাখেন যে এই গরীব চীনেবাদামওয়ালাদেরও ঘরভাড়া দিতে হয়, স্ত্রী-পুত্র নিয়ে ঘর সংসার করতে হয়, কাপড় কিনতে হয়। সকলেই যদি এদের বিমুখ করেন তবে এরা মুখে তুলবেন কী? চিত্ত ক্ষুব্ধ হয়েছিল হরিদাসবাবুর যথেষ্ট। এই পার্কে বসে অনভ্যস্ত চীনেবাদাম খাওয়ায়। কিন্তু ঠাকুরের আদেশ লঙ্ঘন করার স্পর্ধা তার ছিল না। বিক্ষোভভরা কন্ঠে তিনি বললেন, চীনেবাদাম না কিনে যদি তাকে সাহায্য করা যায়, তবে তাতে ক্ষতি কী?কঠিন-কঠোর স্বরে ঠাকুরমহাশয় বললেন, কাহারও মর্য্যাদা ক্ষুন্ন করা অতি বড় অন্যায়। চীনেবাদাম বিক্রেতা গরীব হতে পারেন কিন্তু তিনি তো ভিক্ষে চাননি। ভাগ্যের জন্যই উনি আজ বিপর্যস্ত। আপনার সঙ্গে ওনার সম্পর্ক দাতা-গ্রহীতার কখনোই নয়। নিজের ভুল বুঝতে পেরে আচার্য্য মহাশয় লজ্জিত এবং দুঃখিত বোধ করলেন। অকপটে সে কথা ঠাকুরমহাশয়ের কাছে স্বীকার করলেন বারংবার।
জয় রাম। জয় রাম।।
Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.