বেদবাণী প্রথম খণ্ড ১০০/১০১



যাহা করিবে একটা স্থির ভাবে করিবে।অব্যস্থিত চিত্তে কোনটাই হয়না,একটা ধরিয়া থাকিলেই ভাল হয়।
সংসারোদ্ধারই ভগবানের সেবা; অনন্য ভাবের দ্বারাই সেবাকার্য্য সাধিত হয়।এই সেবায় বেদ বিধি লাগে না;মনের তৃপ্তিজনক উপচারে সংমার্জ্জন করিতে করিতে অকৃত্রিম ভাবের উদয় হয়। পরে শ্রদ্ধা, পরে ভক্তি,পরে বিশুদ্ধভক্তি,পরে প্রেমের উদয় হয়,তারপরে বিশুদ্ধ প্রেম হয়। তারপরে সেবার প্রত্যক্ষ প্রমাণ দর্শকে অনুভব করে। সেবাচারীর কোন বিশেষ ঞ্জান থাকে না,স্বাভাবের তরঙ্গ খেলিয়া প্রেমের লহর উল্লাস স্ফুটিয়া চলে, এই প্রেম তরঙ্গের অবধি নীই।ইহাই ভাগবৎ ভক্ত,মুক্তি সবর্বদা তার সেবার সাহায্য করিয়া সেবা সহিষ্ণুতা সম্পাদন করে।সবর্বদা সেবা করিয়া চলিতে থাক, গুরু সকল শক্তি সঞ্চারে সদানন্দ প্রকাশ করিবেন চিন্তা নাই,উদ্ধার তিনিই করিবেন।
বেদবাণী
প্রথম খণ্ড ১০০/১০১
বেদবাণী প্রথম খণ্ড ১০০/১০১ বেদবাণী  প্রথম খণ্ড ১০০/১০১ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.