জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম

 প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল

দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।



স্বর্গীয় দেবেন্দ্র চন্দ্র ধর মহাশয়কে লিখা শ্রীশ্রীঠাকুরের পত্রাংশ সংখ্যা ০৭
"মেয়ের বিবাহের জন্য ব্যস্ত হইবার কারণ নাই।নিয়তি নির্বন্ধ বেতীত আদি কার্য্য হইতে পারে না। তজ্জন্য চিন্তার কোন কারণ নাই। সময়ে সবই হইবে।



প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।

"সত্যনারায়ণের সেবা করিবেন। তিনি সর্ব্বদা আপনাকে পালন করিবেন, রক্ষা করিবেন। " ২/৯৬।

অন্যত্র "সত্যনারায়ণের সেবা করুন, তিনিই এই প্রকৃতির গুণের সম্ভার হইতে উদ্ধার করিয়া সত্যের দেশে নিয়া যাইবেন, সন্দেহ নাই।" ৩/১৬৪

জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম


শ্রীশ্রী রামঠাকুরের বিধান ছিল , সত্যনারায়ণের
প্রস্তুত করা সিন্নী ডাক্তার দার (জে,এম,দাশগুপ্ত )
গৃহ হইতে প্রেরিত হইবে ।
জয় রাম জয় গোবিন্দ


শ্রীশ্রী রামঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত পার্শ্বচর শ্রদ্ধেয় যামিনী দার নিকট যাহা শুনিয়েছিলাম তাহা ব্যক্ত করিলে ঘটনার পারম্পার্য্যতা এবং দয়াল ঠাকুরের লীলা মাধুরী বুঝিতে সহজ হইবে ।
শ্রীমৎ যামিনী আদিত্য মহোদয় তখন নবনির্মিত যাদবপুর আশ্রমের ছোট দোতলা বাড়িতে থাকিয়া শ্রীঠাকুর মহাশয়ের নির্দেশিত নিয়মানুসারে
শ্রীশ্রী সত্যনারায়ণ পীঠে প্রতিদিন সন্ধ্যায় সিন্নী দিয়া শ্রীশ্রী সত্যনারায়ণের প্রচলিত বড় পাঁচালী খানা পাঠ করিয়া সত্যনারায়ণ সেবা কার্য্য সম্পন্ন করিতেন ।
সেই সময়ে যাদবপুর আশ্রম এবং তাহার সংলগ্ন চারিপার্শ্ব এখানকার মতো অবস্থায় ছিল না ।
বেশীর ভাগ অংশ ফাঁকা মাঠ , বিস্তীর্ণ অঞ্চল জলাশয় আদি এবং হোগলা বনে ভরপুর ছিল ।
সন্ধ্যায় সত্যনারায়ণ পাঁচালী পাঠের অনুষ্ঠানে ভক্ত সংখ্যাও খুব বেশী হইত না ।
শ্রীশ্রী ঠাকুরের বিধান ছিল , সত্যনারায়ণের প্রস্তুত
করা সিন্নী ডাক্তার দার (জে ,এম, দাশগুপ্ত) গৃহ
হইতে প্রেরিত হইবে ।
আশপাশের ভক্তরা আপন আপন গৃহে সিন্নী প্রস্তুত করিয়া সেই সিন্নীর পাত্র পীঠের সম্মুখে রাখিবেন । অবশ্য এর কোন বাধ্য বাধকতা নাই ।
যাহার ইচ্ছা হইবে সেই দিবে ।
সবই আপন আপন ইচ্ছানুযায়ী ।
কিন্তু প্রতিদিন মূল সিন্নী ডাক্তার দার গৃহে প্রস্তুত
করা হইবে এবং সেই প্রস্তুত করা সিন্নী যাদবপুর
আশ্রমে যামিনী দার নিকট পাঠাইয়া দিলে
যামিনী দা পীঠের সম্মুখে বিধিমত সকাল ব্যবস্থা করিয়া কেবল মাত্র পাঁচালী পড়িয়া সত্যনারায়ণ
সেবা সমাপ্ত করিবেন ।
এমনই নির্দেশ ছিল শ্রীশ্রী রামঠাকুরের ।
এই রূপেই নিত্য সন্ধ্যায় শ্রীশ্রী সত্যনারায়ণের
সিন্নী আসিত ডাক্তার জে , এম, দাশগুপ্ত মহাশায়ের গৃহ হইতে ।
ঐ ভাবেই হইয়া আসিতেছিল নিত্য ।
জয় রাম ।
সদানন্দ চক্রবর্ত্তী ।
ছন্নাবতার শ্রীশ্রীরামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ৬৯ হইতে

জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম



জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম জয় রাম জয় গুরু জয় গোপাল জয় গোবিন্দ গুরু কৃপাহি কেবলম্ জয় রাম Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 20, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.