শ্রী শ্রী রামঠাকুর পাচালী ইতি কথা,,

বর্তমানে আশ্রিত ভক্তদের পঠিত সত্যনারায়ণের পাঁচালী খানা সম্পূর্ন শ্রীশ্রী রামঠাকুরের শ্রীহস্তে লেখা ।
: - -  শ্রী সদানন্দ চক্রবর্ত্তী ।

গুরু কৃপাহি কেবলম্ ।

কলিকাতা 
শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে তখন শ্রীমৎ যামিনী আদিত্য মহোদয় সত্যনারায়ণের প্রচলিত বড় পাঁচালী খানা
 পাঠ করিতেন সকলে মিলিয়া । 
 বড় পাঁচালী খানা প্রচলিত বলিবার কারণ প্রায় সকল স্থানেই ঐ পাঁচালী খানা পাঠ হইয়া থাকে এবং বড় পঞ্জিকাতেও এই পাঁচালী খানা ছাপা হইয়া থাকে । 
 এই বড় প্রচলিত পাঁচালী , শ্রীশ্রী ঠাকুর স্বহস্তে 
লিখিয়া তাহা পাঠ করিবার জন্য পূর্বেই যামিনীদাকে দিয়াছিলেন ।  
ঠাকুর মহাশয়ের স্বহস্তে লিখিত সেই বড় পাঁচালীর একই কপি এই অধম শ্রুতি লেখকের কাছেও 
সংগৃহীত আছে । 
 অবশ্যই তাহা মূল পাঁচালীর জেরক্স করা প্রতিলিপি ।  যাহা বলা হইতেছিল , এই ভাবেই পীঠে সত্যনারায়ণ সেবা হইয়া আসিতেছিল । 
 তখন ভক্তদের অনেকেই কলিকাতার বিভিন্ন স্থান হইতে আসিতেন ।  
কেহ কেহ বেলেঘাটা , শিয়ালদহ , বৌবাজার , ভবানীপুর , কেহবা কালীঘাট , টালিগঞ্জ অঞ্চল হইতে প্রতিদিন নিয়মিত আসিতেন । 
 বর্তমানের ন্যায় তখন যাতায়াতের তেমন সুবিধা 
ছিল না ।  
অধিকাংশ সময় পদব্রজে গড়িয়াহাটা যাইয়া ট্রামে যাতায়াত করিতে হইত ।  
প্রচলিত বড় পাঁচালী পাঠ করিতে অনেক সময় 
লাগিত ।  বেশী রাতে ভক্তদের বাসায় ফিরতে 
কষ্ট হইত ।  
যামিনীদা ভক্তদের অসুবিধার কথা ভাবিয়া প্রাণে
 বড় কষ্ট পাইতেন ।  
তিনি মনে মনে স্থির করিলেন , 
এইবার ঠাকুর মহাশয় কলিকাতা আসিলে তাঁহানকে বিষয়টি জানাইয়া সত্যনারায়ণের পাঁচালী খানা 
একটু ছোট করিয়া দিতে বলিবেন ।  
তাহা হইলে তাড়াতাড়ি পাঁচালী পড়া শেষে হইবে , ভক্তদেরও গৃহে ফিরতে সুবিধা হইবে ।  
এমনই যখন যামিনীদার মনোগত ভাবনা চলিতেছিল , সেই সময়ে যাদবপুর সত্যনারায়ণ পীঠে আসিয়া পূর্ণ গাঙ্গুলি মহাশয় ঠাকুরের দেওয়া একখানা কাগজ যামিনীদার হাতে দিলেন ।
  শ্রদ্ধেয় যামিনীদার ভাষায় , 
"  সেদিন কাগজ খানায় শ্রীশ্রী ঠাকুরের শ্রীহস্তে লিখত পাঁচালী পড়িতে পড়িতে আমার দুই চোখের জল 
ধরিয়া রাখিতে পারি নাই ।  
বুঝিলাম পুণ্ডরীক ঠাকুরের কিছুই অজানা নাই ।  আমার মনের কথা বলিবার আগেই ভক্তদের অসুবিধার কথা ভাবিয়া সর্বজ্ঞ শ্রীশ্রী রামঠাকুর 
সকাল ব্যবস্থা করিয়া দিলেন " ।  
এই পরিপ্রেক্ষিতে শ্রদ্ধেয় দাদা শ্রী সদানন্দ চক্রবর্ত্তী মহাশয় তাহার নিজস্ব অভিমত ব্যক্ত করিয়া বলিয়াছিলেন , 
বর্তমানে আশ্রিত ভক্তদের পঠিত সত্যনারায়ণের পাঁচালী খানা সম্পূর্ন শ্রীশ্রী রামঠাকুরের শ্রীহস্তে লেখা ।  তাহা সত্ত্বেও দেখা যায় শ্রীশ্রী রামঠাকুর প্রচলিত 
পাঁচালীর লেখকের নাম উল্লেখ করিয়াছেন । 
 মনে হয় তাহার প্রতি সম্মান প্রদর্শনার্থে তাহার নাম উল্লেখ করিয়াছেন শ্রীশ্রী রামঠাকুর ।  
প্রচলিত পাঁচালীর রূপকের গল্পটি শ্রীশ্রী ঠাকুর মহাশয় তাঁহার রচিত অন্য পাঁচালীতে অতি সংক্ষেপে সংস্কৃত ভাষায় প্রকাশ করিয়াছেন ।  
যামিনীদা তাহা দেন নাই ।  
জয় রাম ।

সদানন্দ চক্রবর্ত্তী ।
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর ।
পৃষ্ঠা সংখ্যা ৬৯ হইতে ।

শ্রী শ্রী রামঠাকুর পাচালী ইতি কথা,, শ্রী শ্রী রামঠাকুর পাচালী ইতি কথা,,   Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 30, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.