বেদবাণী ১ম খন্ড, ১২১

এ সংসার  মায়াময়, কেবল ভ্রান্তিমূলক। সর্ব্বদা ভগবানের উপর নির্ভর করিয়া ভাগ্যফল ভোগের দ্বারা ভোগ ত্যাগ করিয়া নিত্যানন্দ পদ লাভ কর।ভগবান ব্যতীত এ জগতে আর আত্মীয় দ্বিতীয় কেহ নাই। এই চিন্তা হৃদয়ে উৎকর্ষণ করিয়া সর্ব্বদা ভগবৎ সেবায় যত্ন শিক্ষা করিতে করিতে নিত্যশক্তির উদয় করিয়া ভক্তি গাঢ় হইতে পারিবে।
 বেদবাণী ১ম খন্ড, ১২১ নং পত্রাংশ
 জয় রাম, জয় গোবিন্দ
বেদবাণী ১ম খন্ড, ১২১ বেদবাণী ১ম খন্ড, ১২১ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 30, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.