প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।
তিনি মঙ্গলময়, সুখময়, তাঁহান আশ্রিত জনের সুখের মঙ্গলের অভাব থাকে না।
অতএব সতত সকল সময় তৎ বিষয়ে লক্ষ্য রাখাই পরম পথ।
গুরুই সর্ব্বদা রক্ষা করিবেন, কোন চিন্তা করিবেন না।
অচিন্ত্য পদকে আশ্রয় করিতে করিতে নির্ম্মল ধ্যান আসে সেই নির্ম্মল ধ্যানের দ্বারা পরম পুরুষ প্রকাশ পায়, তৎপর মনের লয় আসে।
এজন্য যে পর্য্যন্ত দেহ অস্তিত্ব থাকে সেই পর্য্যন্তই গুরু স্মরণ করিবে।
এই প্রকার মনের লয় হইলেই যে অবস্থা হয় তাহাই ভগবৎ প্রাপ্তি। সম্প্রদায় ভুক্ত দ্বারা তাহা হয় না।
সংসারে সম্প্রদায়ই বন্ধন, সর্ব্বব্যাপী পরম ব্রহ্মই মুক্ত বলিয়া কীর্ত্তিত হয়।
অতএব মুক্তের সঙ্গে থাকাই শ্রেয়।
[ শ্রীশ্রী রামঠাকুর ]
[ বেদবাণী ২য় খণ্ড ১৩৮
বেদবাণী ২য় খণ্ড
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 30, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 30, 2021
Rating:



No comments:
sri sri Ramthakur