বেদবানী ২য় খণ্ড /১৭ ]



নাম প্রাণে করে। ঘুমাইলে জীবের নাম হয়, সেই নাম জাগরণে বিলুপ্ত হইয়া বহু অংশে নানান আখ্যা ধারণ করিয়া নানান রূপে রসে আকৃষ্ট থাকায় নাম যে সর্ব্বদা হয় তাহা জানিতে না পারিয়া প্রকৃতির গুনের দ্বারায় মন বুদ্ধির বৈগুন্যতা দ্বারা নানান বাসনা করিয়া বন্দী হইয়া পড়ে। তাতেই নানান উপাধি মণ্ডিত হইয়া ভাগ্যবশে সুখদুঃখ জন্মমৃত্যু এড়াইতে পারে না। অতএব ধৈর্য্য ধরিয়া প্রানের নিকট থাকিবেন, তবেই নাম শুনিতে পারিবেন।
[ শ্রীশ্রী ঠাকুর ]
[ বেদবানী ২য় খণ্ড /১৭ ]
বেদবানী ২য় খণ্ড /১৭ ] বেদবানী ২য় খণ্ড /১৭ ] Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 29, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.