বেদবাণী ২য় খণ্ড -১৫০

 


সত্যনারায়ণকে ভূলিবেন না। সত্যবানকে সাবিত্রী কালের বৈষম্য চক্র হইতে উদ্ধার করিয়া ত্রিলোকের সকল ঋণ পরিশোধ করিয়াছেন, অতএব সত্যনারায়ণে [র] সেবায় নিযুক্ত থাকুন, তাঁহাকে ভূলিবেন না। ভাগ্যে যাহা যখনই ঘটে তাহা সকলি ক্ষয়শীল, অস্থায়ী বলিয়া জানিতে পারিলে বেদ উদ্ধার হয় এবং সকল ঋণমুক্ত হয় জানিবেন। সত্যের ক্ষয় নাই, অসত্যের অস্থায়ী বস্তুর অস্তিত্ব নাই জানিলে সত্যনারায়ণকে পাওয়া যায়।

তাঁহান [কে] পাইলে ত্রিলোকের জন্মমৃত্যু থাকে না। অতএব সত্যকে ভূলিবেন না। সত্যই সকল বন্ধন মুক্ত করিবেন।

বেদবাণী ২য় খণ্ড -১৫০
গুরু কৃপাহি কেবলম্ ।
বেদবাণী ২য় খণ্ড -১৫০  বেদবাণী ২য় খণ্ড -১৫০ Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 29, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.