" ঠাকুরের চিত্রপট কেবল ছবি নয়। ভক্ত কথা বলাতে চাইলে কথা বলেন, পরামর্শ চাইলে পরামর্শ দেন, খেতে দিলে খেয়ে নেন, ঘুম পরালে ঘুমিয়ে পড়েন।
"ঠাকুর বলতেন আমি শুধু দেহে নাই, আপনাদের ঘরের চিত্রপটে সর্বদা আছি।
সে সময় ঠাকুরের প্রতি আমার এমন তীব্র আকর্ষণবোধ হয়েছিল যে ঠাকুর কাছে না থাকলে মন খুবই বিচলিত হতো। এবং ঠাকুরের অভাব সর্বদাই অনুভব করতাম। এই প্রসঙ্গে ঠাকুর কে জিজ্ঞেস করলে, ঠাকুর প্রত্যুত্তরে বললেন,---"আমি কিন্তু কোথাও যাই না, সর্বদা আপ্নেগো সঙ্গে সঙ্গে থাকি। আয়নাতে আপনারা আপনাদের চেহারা যেমন দেখেন তার চাইতেও পরিষ্কার আমি আপনাগো দেখি। আমি ফটোতে সর্বদা বিরাজমান থাকি। এই ফটোর সঙ্গে প্রণয় হইলেই আপনেগো মন খারাপ হইবো না।"
সংগৃহীতঃ
কৃপাসিন্ধু রামঠাকুর
মনোরঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা নাম্বার ১৯







“ স্বভাবে প্রাক্তন যাহা আছে সর্ব্বদা ভোগ করিতে কুন্ঠিত হইতে নাই। (ভাগ্যং সর্ব্বএ বলবর্ত্ততে) চিন্তার অসীম শক্তি। যাহা যতদূর চেষ্টার সাহায্যে লাভ করিতে পার তাহাই সন্তোষ লাভে বঞ্চিত হইবে না। যাহাতে কপাল ঠুকিয়া সহিষ্ণুতা আনিতে পার তাহাই ভাল।"
(বেদবাণী ১/১০৫)
শ্রীশ্রী রামঠাকুর।
নাম।" নাম করিলেই গুরুকে পাওয়া যায়। নামের মাধ্যমে তাঁহার সহিত যোগাযোগের কেন্দ্র স্থাপিত হয়। সেই কেন্দ্র স্থাপন করিলেই " তত্বমসি", তুমিই সেই পরমব্রহ্ম, যাহা প্রত্যেকের অন্তরে নিহিত আছেন, তাহা উপলব্ধি করা যায়। এবং তাঁর কৃপালাভ হয়।' ঠাকুর আরও বললেন, ---'নাম করিতে করিতে ধাম খোলে। নাম আর ভগবান এক।'
জয় রাম 



No comments:
sri sri Ramthakur