--------ঃপরম করুণাময় শ্রীশ্রীরামঠাকুরঃ-------"ঠাকুর কত উদার, সর্বজীবে কতবড় সমদর্শী ছিলেন তার অজস্র তথ্য বিভিন্ন পুস্তক থেকে জানা গেলেও আজও বহুতথ্য অজানা। তাই লোক মুখে পল্লবিত হয়ে শ্রুতিতে বহু নতুন বিভূতি জানা যায়। আবার বহু ঘটনা বিভিন্ন পুস্তকেও বর্ণিত।এক মুচি চৌমুহনি স্টেশনে জুতা সেলাই করে। রোজই সে অবাক হয়ে দেখে কাতারে কাতারে লোক পথ বেয়ে ঠাকুর দর্শন করে আসছেন। একদিন কাজ শেষ করে যন্ত্রপাতির ব্যাগটি হাতে করেই সে ঠাকুর ঘরের দরজার কাছে এসে হাজির। কে একজন বললেন - এটা আর ভিতরে নিওনা, ওখান থেকেই প্রনাম কর। মুচি এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর হঠাৎ বলে উঠেন "ওনাকে আসতে নিষেধ করছেন কেন? আপনি ভিতরে আসেন। " মুচিও মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরের কাছে হাজির। কাছে যেতেই ঠাকুর হাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করলেন।। এই ঘটনা "শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে" বর্ণনা করেছেন শ্রী শিতিকণ্ঠ সেনগুপ্ত।
--------ঃপরম করুণাময় শ্রীশ্রীরামঠাকুরঃ-------"ঠাকুর কত উদার, সর্বজীবে কতবড় সমদর্শী ছিলেন তার অজস্র তথ্য বিভিন্ন পুস্তক থেকে জানা গেলেও আজও বহুতথ্য অজানা। তাই লোক মুখে পল্লবিত হয়ে শ্রুতিতে বহু নতুন বিভূতি জানা যায়। আবার বহু ঘটনা বিভিন্ন পুস্তকেও বর্ণিত।এক মুচি চৌমুহনি স্টেশনে জুতা সেলাই করে। রোজই সে অবাক হয়ে দেখে কাতারে কাতারে লোক পথ বেয়ে ঠাকুর দর্শন করে আসছেন। একদিন কাজ শেষ করে যন্ত্রপাতির ব্যাগটি হাতে করেই সে ঠাকুর ঘরের দরজার কাছে এসে হাজির। কে একজন বললেন - এটা আর ভিতরে নিওনা, ওখান থেকেই প্রনাম কর। মুচি এক দৃষ্টে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ঠাকুর হঠাৎ বলে উঠেন "ওনাকে আসতে নিষেধ করছেন কেন? আপনি ভিতরে আসেন। " মুচিও মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরের কাছে হাজির। কাছে যেতেই ঠাকুর হাত বাড়িয়ে তাকে আলিঙ্গন করলেন।। এই ঘটনা "শ্রীশ্রী ঠাকুর প্রসঙ্গে" বর্ণনা করেছেন শ্রী শিতিকণ্ঠ সেনগুপ্ত।
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
September 26, 2021
Rating:
No comments:
sri sri Ramthakur