পিতামাতার সেবাই পরম তীর্থ পরম ধর্ম্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করিতেছেন।

 পিতামাতার সেবাই পরম তীর্থ পরম ধর্ম্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করিতেছেন।

"ভগবানই এ জগতে পিতামাতা পতিপত্নী রূপে বিরাজ করিতেছেন।এই পিতামাতার ঋণ শোধ করতে এতদ্ভিন্ন অন্য কোন শক্তি আহরণে কি তৎসাহার্য্যের দ্বারা এই ঋণ শোধ করিতে শক্তি পায় না।

অতএব পিতামাতার সেবাই পরম তীর্থ পরম ধর্ম্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করিতেছেন। যে পর্য্যন্ত পুত্রভাব হৃদয়ে অধিষ্ঠান না আনিতে পারে তাবৎ পর্য্যন্ত কর্ত্তব্য অকর্ত্তব্যের কর্ত্তা হইয়া অদৃষ্ট চক্রে ভ্রমণ করিয়া পড়ে। পুত্রত্ব ও লাভ করিতে পারে না।

অতএব কায়মনবাক্যে পিতা মাতার সেবা পরিচর্য্যা করিতে করিতে নির্ম্মল বুদ্ধি জন্মে তদ্বারা পুত্রত্বও লাভ করে। পিতৃপোষণের বিচার নাই। মন প্রাণ বুদ্ধি যোগে সফল সম্পদ দ্বারা পিতৃ সেবা হইয়া থাকে।

পিতামাতা শৈশবাদি হইতে যে পর্য্যন্ত এত বড়টী না হইয়াছিলেন প্রাণ মন বুদ্ধি সকল ইন্দ্রিয়াদি দ্বারা আপনার পরিচর্য্যা করিয়াছে তাহানরা কখন হিত অহিত সৎ অসৎ দেখিতে পারেন নাই।মন্দভাবাকীর্ণ জগতে অহং কর্ত্তা হইয়া আপন সুখের লালসায় শ্বশুর বাড়ী বৃদ্ধি করিয়া লয় পিতৃসেবার জন্য নয়,পিতৃসেবা একমাত্র কর্ত্তার কত্তৃত্ব ত্যাগ। সংসারে পরিয়া অভাবই সংঘটন হয়।

সেই অভাব দূর করার জন্য সর্ব্বদা পিতামাতার সেবার চেষ্টা প্রভৃতি কর্ত্তা কত্তৃত্ব অর্পণ করিলেই অপার আনন্দ পাইয়া থাকে।"

ভক্তপ্রবর শ্রী অমৃত মল্লিক মহাশয়কে লিখা শ্রীশ্রীঠাকুরের পত্রাংশ সংখ্যা ৪৩

পিতামাতার সেবাই পরম তীর্থ পরম ধর্ম্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করিতেছেন। পিতামাতার সেবাই পরম তীর্থ পরম ধর্ম্ম বলিয়া ঋষিগণ প্রকাশ করিতেছেন। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on August 07, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.