শ্রীশ্রীকৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রীঠাকুরের শ্রীমুখনিসৃত কথামৃতঃ-
ঐ আশ্রমে আমার প্রাণ, প্রাণের ঈশ্বর শ্রীসম্পদ ভগবানের স্বরূপ শক্তি শ্রীগুরুদেবের পরমানন্দ সাধ্য, আত্মশক্তি, তাহার স্বজন, স্বগন সহকারে সমস্ত ত্রিলোকাদি, বৈকুন্ঠ কৈলাসের আদর্শ শক্তি নিয়া, গয়া প্রভৃতি পুরোষোওমীয় শ্রীবৃন্দাবন প্রভৃতি যাবতীয় অধিষ্ঠানীয় সময় বিশুদ্ধ শক্তিনিয়া নিত্য বিরাজ করিতেছেন। কৈবল্যশক্তিতে সিংহবাহিনী প্রভৃতি মহাদেবীর যত রকম বিভূতি আছে, সাবিত্রী প্রভৃতি সমস্ত শক্তি বিস্তার রূপে বিরাজমান রহিয়াছে। ঐ স্থানচ্যুত হইয়া একপদ কোথায় যায় না। গয়া প্রভৃতি বিষ্ণু পদাদিতে পিণ্ডদানে, গঙ্গা প্রভৃতি সমস্ত তীর্থে স্নানোৎসবাদিতে যে সকল ফলশ্রুতি আছে, তাহার সমস্ত ফল ওখানে বাস, অবগাহন, পিণ্ডাদি দানে কি শুশ্রুষা দ্বারা পূর্ণরূপে ফলবতী হইবে।.
শ্রীশ্রীকৈবল্যধাম সম্পর্কে শ্রীশ্রীঠাকুরের শ্রীমুখনিসৃত কথামৃতঃ-
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
July 31, 2021
Rating:

No comments:
sri sri Ramthakur