বেদবাণী ১ম খন্ড, ১৩১

 



মন্ত্রাদির প্রতীক্ষা করে না, ভক্তি প্রেম শ্রদ্ধা হইতেই সেবাকার্য্য সম্পাদন হইয়া থাকে। ঐশ্বর্য্যাদির উপচারদিগকে প্রয়োজন করে না। গুরুর কৃপা ভিন্ন আনন্দ হৃদয়ে সঞ্চালন হয় না।স্বয়ং কর্ওাভিমান সমস্যা পূরণ করিয়া দক্ষ প্রজাপতিও কোন যজ্ঞ সমাধান করিয়া উঠিতে পারেন নাই,মানবের কথা কি? জপাদি কর্ম্ম করিতে হইলেও তো কর্ওৃত্বভাবের পোষণ হয় না।সংসার নাটের তরঙ্গ হইতে মুক্তি লাভের জন্য সদ্ অসদ্ বিচার রহিত একাদেশ দৃঢ়তার রঞ্জনে পরিপক্কতা হয়।এই মাত্র শরণ নিয়া থাকাই পরমানন্দের গর্ভে ক্ষেপন করিয়া থাকে। যাহা যখন পার করিবে,মনে রাখিবে আমার একজন উদ্ধারের কর্ওা এই প্রাণরুপে সর্ব্বঘটে সমান সও্বায় বাস করেন।

বেদবাণী ১ম খন্ড, ১৩১ নং পত্রাংশ
জয় রাম, জয় গোবিন্দ
বেদবাণী ১ম খন্ড, ১৩১ বেদবাণী ১ম খন্ড, ১৩১ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 06, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.