বেদবানী ২য় খন্ড(১০২)

 

''পিতা স্বর্গ:, পিতা ধর্ম্ম:, পিতাহি পরমন্তপ: '' এই শ্লোক স্মৃতির বাক্য জানিবেন।ভাগ্যানুসারেই পিতামাতা লোকে লাভ করিয়া এই মরভূমে আকৃষ্ট হইয়া পালিত হয়।সেই পিতার সেবাই নিত্য করণীয় পুত্রের কর্তব্য।জীবিত পিত্রবাক্য পালন করা,পিতার দেহ ত্যাগ হইলে শ্রাদ্ধ কর্ম্ম করা পুত্রের কর্ম্ম।তাহা ছাড়া লোকে কর্ত্তা সাজিয়া নিজের সুখের জন্য যাহা করে তাহা দক্ষযজ্ঞ জানিবেন।এই যজ্ঞ শেষ হয় না,জন্মমৃত্যুও এড়াইতে পারে না,পাপবন্ধনও কাটিতে পারে না,জানিবেন।

-- শ্রীশ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(১০২)
বেদবানী ২য় খন্ড(১০২) বেদবানী ২য় খন্ড(১০২) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 01, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.