বেদবানী ৩য় খন্ড(১৫৪)

 

SRI SRI RAMTHAKUR
শরণাগতের স্বভাবই প্রেমভক্তি জানিবেন।প্রেমভক্তি সাধ্য সাধনের জিনিস নয়,আর প্রার্থনা দ্বারা লাভ করিতে পারে না।যেহেতু প্রার্থনাই অভাব বলিয়া জানা হয়।ভগবৎ পদে বাসনা বিনিময় করিতে হইলে ভোগ ঐশ্বর্য্যের পরিণাম হয়।প্রেমভক্তি পায় না।অতএব নাম নিয়া পড়িয়া থাকুন।জীবদ্দশা পরিহারে নিরময় প্রেমের আবরণে অবিচ্ছেদে জাগিয়া থাকিবেন।ভগবানের অন্তরঙ্গ হইতে হইলে মনের এবং বুদ্ধির এবং শরীরের প্রলোভনের বেগ সহ্য করিতে হয়,নচেৎ ভগবানকে পাইতে পারে না।যদি কেহ প্রার্থনার বশে কর্ত্তাভিমানে সাধন সাধ্য চেষ্টা করিয়া কিছু উপলব্ধি করিয়া থাকে তাহা ভগবানের বিভূতি মাত্র জানিবেন।শ্রীধাম বৃন্দাবনে "বরজগণে" প্রবিষ্ট ব্যতীত এই প্রেম আগে জানে না।সর্ব্বদাই নাম নিয়া পড়িয়া থাকিবেন।সুখের কামে মুগ্ধ হইবেন না।প্রাক্তন দণ্ড ভোগ করিয়া সেই পদে যাইতে পারিবেন।

-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ৩য় খন্ড(১৫৪)
বেদবানী ৩য় খন্ড(১৫৪) বেদবানী ৩য় খন্ড(১৫৪) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.