তৃতীয় খন্ড (১৪৯)

SRI SRI RAMTHAKUR

জীবের ক্ষমতা ব্যষ্টি সীমাবদ্ধ; অসীম ক্ষমতাশালী গুরু। তাঁর অধীনে থাকিলে পুত্র যেমন পিতৃধনের মালীক সতসিদ্ধ হয়, এও তাই। আর নিজের ক্ষমতার আহরণ করিয়া সীমাবদ্ধ‌ই হয়। কেহ ক্রোড়াধিপতিত্ব, সহস্রাধিপতিত্ব লাভ করিয়া থাকে। ধনীর অভাবের শেষ নাই। দরিদ্রের কোন অভাব থাকিলে নিত্য নৈমিত্তিক গুজরাণের জন্য গুরুই যথাসময় যাহা যাহা দরকার হয় তাহা দেন, কাজেই দরিদ্রের কোন অভাব নাই।

কাঙাল হ‌ইয়া থাকা ভালো, সকল সময় গুরুই চালক হ'ন। ধনীর চালক শয়তান। কাজেই গুরুতত্ব যে অসীমপদ তাহার কাছে যাইতে প্রতিবন্ধক নানা বাসনা, অহংকার, অভিমান,রাগ-দ্বেষ, হিংসা লোভাদি নানা ভাবে চালনা করিয়া কুপথে বাসনা বা ধনমান দিয়া বন্ধ করে। অত‌এব সকল ভার গুরুকে দিয়া কার্য্য যথাযোগ্য মনে করিতে থাকুন, গুরুই সময় করিয়া বন্ধন মুক্ত করিয়া করিয়া ল‌ইবেন, ভাবনা নাই।
বেদবাণী। তৃতীয় খন্ড (১৪৯)
জয় রাম জয় রাম
তৃতীয় খন্ড (১৪৯)  তৃতীয় খন্ড (১৪৯) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.