বেদবানী ২য় খন্ড(১৫৮)

 



জন্ম,মৃত্যু,বিবাহ এই তিনটি ভবিতব্যই বিধান করেন।ভবিতব্যকে ভরসার দ্বারে রাখিয়া লোকের ভাগ্য সংঘটিত পাওনা দেনা,এই ঋণদায় হইতে উদ্ধার করিতে পারে।অঋণ হইয়া,অপ্রবাসী হইয়া অষ্টকালের আবরণ মুক্ত করিতে পারা যায়।

ভাগ্যফল কেহই এড়াইতে পারে না।যাহা যাহার প্রাপ্ত আছে তাহা সেই সেই ভাগ্যানুসারে পাইয়া এবং দিয়া থাকে।সেই জন্য চিন্তা না করিয়া স্ব স্ব কর্ত্তৃত্ব ত্যাগ করিয়া সত্যের দাস হইয়া থাকিতে কৃতিশালী মাত্রই চেষ্টা করিয়া থাকে।সত্যকে ভুলিবেন না।সত্যই ত্রিজগৎ কারাগার হইতে উদ্ধার করেন,তিনি ছাড়া কেহই ত্রাণ করিতে শক্তি পায় না [?] জানিবেন.............ভবিতব্য কর্ত্তা জানিবেন।
-শ্রী শ্রী রামঠাকুর
বেদবানী ২য় খন্ড(১৫৮)
বেদবানী ২য় খন্ড(১৫৮) বেদবানী ২য় খন্ড(১৫৮) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 14, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.