, "সে মিথ্যা কথা বলুক, আর যাহাই করুক, তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম। সুতরাং রাগ করিবেন না। "

 

প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।



ঠাকুরের কোন ভক্ত নোয়াখালী হইতে পার্ব্বত্য ত্রিপুরার অন্তর্গত উদয়পুরে যাইয়া কোন সমৃদ্ধিশালী ব্যক্তির নিকট শ্রীশ্রী ঠাকুরের দস্তখতি জাল এক পত্র দেখাইয়া বলিল যে তাহাকে তিনি তথায় আশ্রম প্রতিষ্ঠা করিবার জন্য পাঠাইয়াছেন।


শ্রীশ্রী ঠাকুরের নাম ঐ ভদ্রলোকের জানা থাকায় তিনি ঠাকুরের আদেশ শিরোধার্য করিয়া একখানা দালান প্রস্তুতক্রমে আশ্রম প্রতিষ্ঠা করিলেন এবং তিনি সস্ত্রীক ঠাকুরের তথাকথিত ঐ ভক্তের নিকট হইতে নাম লইলেন। সেই ভদ্রলোকের যত্নে ভক্তটি সস্ত্রীক সে আশ্রমে থাকিয়া কিছুকাল পরমসুখে কালাতিপাত করিতে লাগিল।


ক্রমে নানা কারণে ঐ ভদ্রলোকদের মনে সন্দেহের উদ্রেক হইতে লাগিল। ভদ্রলোকটি চৌমুহনীতে শ্রীশ্রী ঠাকুরের নিকট আসিলেন এবং সেই ভক্ত সম্বন্ধে সমস্ত কথা লিখিয়া একখানা পত্র ঠাকুরকে দিলেন। ঠাকুর পত্রখানা পড়িয়া ভদ্রলোকটিকে নানা উপদেশ দিলেন। কিন্তু জালিয়াত ভক্ত সম্পর্কে কোন কথাই বলিলেন না।


ভদ্রলোকটির নিকট শ্রীশ্রী ঠাকুরের অপর সেবক নরেদ্র ভুঁইয়া সমস্ত কথা শুনিয়া ক্রোধে অধীর হইয়া উঠিলেন। কিন্তু ভদ্রলোকটি বলিলেন, "সে মিথ্যা কথা বলুক, আর যাহাই করুক, তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম। সুতরাং রাগ করিবেন না। "


ভদ্রলোকটি চলিয়া যাওয়ার পর শ্রীশ্রী ঠাকুর শ্রীমান উপেন ও নরেন ভায়ার নিকট বলিলেন, "অনেকেই উপদেশ শুনিতে আসে কিন্তু কিছুই গ্রহণ করেন না। এই ভদ্রলোকটি কিছু গ্রহণ করিয়াছেন।

( শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণী )
( শ্রী শুভময় দত্ত)
পৃষ্ঠা:৩১

, "সে মিথ্যা কথা বলুক, আর যাহাই করুক, তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম। সুতরাং রাগ করিবেন না। " , "সে মিথ্যা কথা বলুক, আর যাহাই করুক, তাহারই দরুন আমি আজ পরম রত্ন লাভ করিলাম। সুতরাং রাগ করিবেন না। " Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on June 28, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.