শ্রীশ্রীঠাকুরের 'শ্রীনাম' সাধনা ● - শ্রীশ্রীরামঠাকুর প্রসঙ্গে ।


SRI SRI RAMTHAKUR


 'শ্রীনাম'। শ্রীশ্রীঠাকুরের 'নাম'। এই 'নাম' পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। সময়ের ব্যাপার। কিন্তু 'নাম' তো পাওয়া গেল, এবার এই পবিত্র 'নাম'কে কি ভাবে স্মরণ করতে হবে। সাধনা করতে হবে। অনেকের মনে এ'নিয়ে নানান সংশয় তৈরী হয়। কি ভাবে এই সিদ্ধ 'নাম' নিয়ে জীবন পথে এগিয়ে যেতে হবে তার একটা রূপরেখা শ্রীশ্রীঠাকুরের অন্যতম পার্ষদ শ্রীশিতিকণ্ঠ সেনগুপ্ত রামাশ্রিতদের জন্য বিশদ বর্ণনা করে গেছেন তাঁর বিশ্লেষণমূলক লেখনীতে।

SRI SRI RAMTHAKUR


•••••••• ঠাকুর বলেছেন 'নাম' করতে। কিন্তু নাম করা বলতে কি শুধু উচ্চারণ করে নাম করাই বুঝায় ? ঠাকুর যে বললেন, -- "নাম বলে চিন্তাকে।" তা'ছাড়া উচ্চারণ করে নাম কতক্ষণ করা যায় ? কতবার নাম করবো -- এর উত্তরে ঠাকুর বলেছেন, --"অনিবার"। অতএব নাম করার প্রকৃত অর্থ যেভাবেই হউক নাম বা শ্রীশ্রীঠাকুরকে স্মরণে রাখা। উচ্চারণ না করেও নাম করা যায়। নাম করা অর্থ ( Remember Him ) তাঁকে স্মরণে রাখা। পতিব্রতা নারী তার স্বামীর নাম বার বার উচ্চারণ করলেও সংসারের যাবতীয় কাজের মধ্যেও যেমন ক্ষণে ক্ষণে স্বামীর কথা তার মনে উদিত হয়, তেমনি সারাক্ষণ ঘুরে ফিরে যদি ঠাকুরের কথা আমার মনে জাগে তাহলেই নাম করা হবে। কতবার নাম উচ্চারণ করলাম সে হিসাব আমি দাখিল করবো কার কাছে ? অতএব শ্রীশ্রীঠাকুরের 'কথা' বলা, 'কথা' শোনা, তাঁরবাক্য পালন করার চেষ্টা করা, তাঁকে কর্তা স্বীকার করে তাঁর অভিমানে অভিমানী হয়ে চলা ইত্যাদি সবই নাম করার সামিল।

............................................................................. রিড মোর। .......

.....................................................................................................

"মহাতাপস নগেন্দ্রনাথ" একদিন বলেছিলেন, -- "ঠাকুরের প্রসঙ্গ শোনা ধ্যান ভজনের চেয়ে অনেক বড়।" এর কারণ, ঠাকুরকে স্মরণ করতে করতে , তাঁর ভাবনা ভাবতে ভাবতে, তাঁর কথা বলতে বলতে তাঁর প্রতি স্বাভাবিক ভাবেই আমার অনুরাগ বর্দ্ধিত হবে। তারপর এ অনুরাগের অরুণিমায় চিত্তটি যেদিন রঞ্জিত হবে সেদিনই হবে ভক্তি দেবীর আবির্ভাব। আর ভাবনা নেই -- বিচার নেই -- বিশ্লেষণ নেই, ভক্তিদেবী নিজেই আমার হাত ধরে তাঁর কাছে আমায় পৌঁছে দিবেন। ধীরে ধীরে আমার সত্তাটি মিলে যাবে তাঁর সাথে, ঘুচে যাবে আমার মিথ্যা অহঙ্কার বা আমিত্ব। আমার প্রকৃত পরিচয় লাভে আমি হবো কৃতকৃতার্থ।

ঠাকুর একথাও বলেছেন, -- "প্রেম-ভক্তি সাধ্য-সাধনে পাওয়া যায় না ; একমাত্র নাম করতে করতেই প্রেমের শক্তি ফুটিয়া ওঠে।" (বেদবাণী)
অতএব আমাদের কর্তব্য ঠাকুরের নির্দ্দেশমত 'নাম' আশ্রয় করে থাকা। বাকী কাজ নামেই করিয়ে নেবে। ঠাকুর বার বার এ আশ্বাস আমাদের দিয়েছেন।
একথা সকলেই স্বীকার করবেন যে, ঠাকুর সবাইকেই বলেছেন, -- "নাম করেন, নাম করলেই সব হইব।" ঠাকুর কত বিনীত ভাবে এ কথাটি বলেছেন দেখুন -- "গরীব বামুনের একটি মাত্র অনুরোধ আপনারা নাম করবেন।"

• • • • • • • • • • •
'শ্রীশ্রীরামঠাকুর-প্রসঙ্গ'
( তৃতীয় খণ্ড )
শ্রীশিতিকণ্ঠ সেনগুপ্ত ।
( পৃঃ ২১,২২ )

জয়রাম। জয় রামঠাকুর এর জয়।


শ্রীশ্রীঠাকুরের 'শ্রীনাম' সাধনা ● - শ্রীশ্রীরামঠাকুর প্রসঙ্গে । শ্রীশ্রীঠাকুরের 'শ্রীনাম' সাধনা  ●    -  শ্রীশ্রীরামঠাকুর প্রসঙ্গে । Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 27, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.