বেদবাণী ২য় খণ্ড /১২০

 ঔঁ নমঃ ভগবতে শ্রী শ্রী রামচন্দ্রায় নমঃ

ঔঁ নমঃ ভগবতে শ্রী শ্রী সত্যনারায়ণায় নমঃ
জয় রাম জয় গুরু জয় গোপাল জয় সত্যনারায়ণ জয় গোবিন্দ গুরু কৃপাহী কেবলম্।
রামঠাকুর।
এই জগতে যাহা কিছু উপস্থিত সুখ দুঃখকর সকলই ভ্রমাত্মক বুদ্ধির পরিচায়ক। একমাত্র ভগবানই সত্য। যে সকল সঙ্গলাভে সুখ কি দুঃখের উপলব্ধি হয় সে সকলি অস্থায়ী, উদয় হইয়া ক্ষয় হইয়া যায়। অতএব মনের দ্বারা যে সকল শান্তি আহরণ হয় তাহাতে মুগ্ধ হইতে সত্যস্বরূপ ব্রহ্মপদ লাভ করিতে পারে না। মনের যে কোন অবস্থাই হ‌উক না, সকল অবস্থায় সর্ব্বদা ধৈর্য্য ধরিয়া শুদ্ধ প্রাণের সেবা করিয়া গেলে সনাতন নিত্য ধর্ম্ম অনুষ্ঠান হইয়া মনকে এবং বুদ্ধিকে কুহকগণ বদ্ধ জ্বালাদি উপসর্গ মুক্ত করিয়া লয়। শ্বাস প্রশ্বাস বলিতে যে প্রাণ নাকের পথ দিয়া এবং মুখ দিয়া বাহিরে এবং শরীরের ভিতরে যায়, তাহাকে শ্বাস-প্রশ্বাস বলে। যেই বায়ু ফেলিয়া দেয় সেই বায়ুকে না জানিয়া, না ফেলিয়া শরীরের মধ্যে যতক্ষণ রাখা যায় ততক্ষণ সময়কে প্রাণের মধ্যাবস্থা বলে, অর্থাৎ ফেলিবেও না, টানিবেও না। এইরূপ স্থির অবস্থাকে যত বেশী সময় রাখা যায় তৎপ্রতি লক্ষ্য রাখিবার নামকে শ্বাস-প্রশ্বাসের মধ্যস্থল বলিয়া থাকে। যে শ্বাস প্রশ্বাস আসে ও যায় তাহাকে আদি অন্ত জগৎ বলে। এই জগৎ হইতে উদ্ধারের জন্য প্রাণের মধ্য অবস্থাকে সর্ব্বদা যত্ন করিয়া রাখিবার চেষ্টা করাকে যজ্ঞ বলে। ইহাতে জগৎ মিত্র হইয়া পরমানন্দ দিবে।
[ শ্রীশ্রী ঠাকুর ]
[ বেদবাণী ২য় খণ্ড /১২০ ]

বেদবাণী ২য় খণ্ড /১২০ বেদবাণী ২য় খণ্ড /১২০ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 29, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.