"নামপ্রার্থীরা নাম নামপ্রার্থনা করলে আপনি চোখ বোজেন কেন?" এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ......
ওঁ নমো ভগবতে শ্রীরামচন্দ্রায় নমো নমঃ ঃ-
শ্রীশ্রী রাম স্তোত্রম্ ঃ--
প্রাপ্তে কলিযুগে ঘোরে নরাণাং বীক্ষ্য দুর্গতিম্।
গৌরচন্দ্রোহবতীর্য্যাথশচীগর্ভমহার্ণবে।।
শ্রীশ্রী গুরু প্রণাম ঃ--
শ্রীমৎ পরং ব্রহ্মগুরুং বদামি
শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং ভজামি
শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং স্মরামি
শ্রীমৎ পরং ব্রহ্ম গুরুং নমামি।।
প্রাণ গোবিন্দ প্রাণ গোপাল—কেশবঃ মাধবঃ দ্বীনঃদয়াল
দ্বীনঃদয়ালু প্রভু দ্বীনঃদয়াল পরমদয়ালু প্রভু পরমদয়াল
গুরুর নামোঃ বৈ কেবলম্ — গুরুই কৃপাহি্ কেবলম্।।।।
"চোখ বুজলে নামপ্রার্থীগনের পূর্ব জন্মের নাম ভাইসা ওঠে"
শ্রী ঁফণীন্দ্রকুমার মালাকার শ্রী শ্রী রামঠাকুর কে একবার প্রশ্ন করেছিলেন,
"নামপ্রার্থীরা নাম নামপ্রার্থনা করলে আপনি চোখ বোজেন কেন?"
এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন,
"চোখ বুজলে নামপ্রার্থীগনের পূর্ব জন্মের নাম ভাইসা ওঠে। সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দেই। ক্ষেত্রবিশেষে নূতন নাম দেই , আবার কোন কোন সময় দেই না। " ...
শ্রী শ্রী ঠাকুর আরও বললেন,
"....সদগুরু দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদগুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে। অনুরাগ থাইকা নামে রুচি হয়, রুচি থাইকা নামে প্রেম হয়। নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়। আর যাতায়াত করতে হয় না" ..." গুরুর উপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন ।"
জয় শ্রী শ্রী রামঠাকুর 
জয় রাম। জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম্।
(রামভাই স্মরণে - ফণীন্দ্রকুমার মালাকার)
"নামপ্রার্থীরা নাম নামপ্রার্থনা করলে আপনি চোখ বোজেন কেন?" এর উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, ......
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 29, 2021
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ
on
June 29, 2021
Rating:




No comments:
sri sri Ramthakur