ভগবান যাঁহার মধ্য দিয়া প্রকাশিত হন,তিনিই গুরু।


গুরু কে?
গুরু কে? ভগবান যাঁহার মধ্য দিয়া প্রকাশিত হন,তিনিই গুরু।তাই পরমপদ দর্শন করাইতে একমাত্র গুরুই পারেন।যিনি অনন্তকে দর্শন করাইতে পারেন,তিনিও অনন্ত। তাঁহার জন্মও নাই,মৃত্যুও নাই।উর্দ্ধ-লোক হইতে অবতরণ করিয়া জীবের সম্মুখে উপস্থিত হইবার জন্য তাঁহার জন্ম বা দেহ ধারণ, উদ্দেশ্য জীবোদ্ধার।যিনি পরম ব্রহ্মকে পাওয়াইয়া দিবেন—তাঁহার দিকে সদা উন্মুখ থাকাই সকলের কর্ত্তব্য।
স্মরণিকা
শ্রীশ্রীঠাকুররামচন্দ্রদেবের
১২৫-তম শুভ আবির্ভাব তিথি স্মরণে
বিদেহী চতুর্থ মোহন্ত মহারাজ
শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের বাণী।
ভগবান যাঁহার মধ্য দিয়া প্রকাশিত হন,তিনিই গুরু। ভগবান যাঁহার মধ্য দিয়া প্রকাশিত হন,তিনিই গুরু। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 18, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.