শ্রীশ্রীঠাকুরের বানীঃ

ঔঁ নমঃ ভগবতে শ্রী শ্রী রামচন্দ্রায় নমঃ
ঔঁ নমঃ ভগবতে শ্রী শ্রী সত্যনারায়ণায় নমঃ
জয় রাম জয় গুরু জয় গোপাল জয় সত্যনারায়ণ জয় গোবিন্দ গুরু কৃপাহী কেবলম্,

শ্রীশ্রীঠাকুরের বানীঃ

(১)সংসার যাত্রাপথেঃ
"কোন চিন্তাই করিবেন না, কেবল উপস্থিত কর্ত্তব্য এবং নাম করিবেন। আমি তো আছি আর কিছুই দরকার হইবে না। এই নামে সবই আছে। সর্ব্বদা সত্য পথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথ সম্পন্ন করিতে হইবে। এই সংসার গোপালের সংসার। যা কিছু সংসারের কাজ সবই গোপালের কাজ।"



(২)নামাশ্রিত ভক্তজনঃ
"আপনার কোন চিন্তা নাই। শ্রীশ্রীভগবান সর্ব্বদা আপনার শিয়রে। বৈকুন্ঠ হইতে রথ নামিয়া আসিতেছে।আপনি সে রথে বৈকুন্ঠে যাবেন। শুধু নাম করেন।"

(৩)নামরত ভক্তগণঃ
"পরমানন্দময় এই নাম করিতে স্থান-অস্থান নাই, শুচি-অশুচি নাই। সময়-অসময় নাই। সকল অবস্থায় নাম করা যাইতে পারে।"


(৪)দর্শনার্থী ভক্তজনঃ
"এত কষ্ট করিয়া দর্শন করিতে কেন আসিয়াছেন? মনে মনে স্মরণ করাই সত্যিকারের দর্শন।"

(৫)গোবিন্দ রক্ষাকর্ত্তা। আমি এখানে নাই এ কথা কে বলে ? আমি কৈবল্যনাথরূপে প্রতিষ্ঠিত চিত্রপটে সর্ব্বদা বিরাজিত আছি।”

শ্রীশ্রী রামঠাকুর “রামভাই স্মরণে”

 জয় রাম জয় গোবিন্দ 


শ্রীশ্রীঠাকুরের বানীঃ শ্রীশ্রীঠাকুরের    বানীঃ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on July 01, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.