ঠাকুরের আরবী,ফারসী,ইংরাজী,বাংলা, সংস্কৃত প্রভৃতি সকল ভাষায় অসীম জ্ঞান।


Sri Sri Ramthakur

ঠাকুরের আরবী,ফারসী,ইংরাজী,বাংলা, সংস্কৃত প্রভৃতি সকল ভাষায় অসীম জ্ঞান।যে কোনও ভাষাভাষী আসুক না কেন তাদের প্রশ্নের উত্তর তাদের ভাষাতেই দিতেন।ভারত মহামণ্ডলের মাদ্রাজী পুরোহিতদ্বয়ের সঙ্গে ধর্মালোচনায় ইংরাজী বা সংস্কৃত ভাষা ব্যবহৃত হয়েছিল।রুশ দেশীয় ভদ্রমহিলাটিকে ইংরাজীতেই উপদেশ বিতরিত হয়েছিল নিশ্চয়। আইন বা ইনকাম ট্যাক্স সংক্রান্ত পুস্তকগুলিও ইংরাজীতে লিখিত না হইয়া পারে না। আবার ন্যায়শাস্ত্রের দুরূহ প্রশ্নের উত্তর দেওয়াতে সংস্কৃত ভাষায় জ্ঞানের পরিচয় বহন করে।তিনি যে জ্ঞানের মহাসমুদ্র এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ থাকে না। ভাগ্যবান ভক্তগণ তাঁর লীলা আস্বাদন করে ধন্য হয়েছিল এবং তাঁর সঙ্গলাভ করে নিজ অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রেখে যাওয়াতে আমরা ধন্য হয়েছি।প্রথম জীবনে ভক্ত প্রবর মাধব চন্দ্র মজুমদার হরনাথ ঠাকুরের কাছে নাম প্রার্থী হয়ে উপস্থিত হলে তিনি ঠিকই বলেছিলেন, "মহাসমুদ্র থাকিতে খাল বিলের জল খাইতে আসিয়াছ কেন?"রত্নই তো রত্নাকরের খবর জানে।

ক্রন্দসীপৃষ্ঠা ১৬

read more.....

ঠাকুরের আরবী,ফারসী,ইংরাজী,বাংলা, সংস্কৃত প্রভৃতি সকল ভাষায় অসীম জ্ঞান। ঠাকুরের আরবী,ফারসী,ইংরাজী,বাংলা, সংস্কৃত প্রভৃতি সকল ভাষায় অসীম জ্ঞান। Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 15, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.