বেদবাণীঃ ২/৯২

 জয় রাম জয় গোপাল জয় গোবিন্দ।

SRI SRI RAMTHAKUR
গুরুকৃপাহি কেবলম্।
বেদবাণীঃ ২/৯২
সংসার মায়ামুগ্ধ। ভ্রান্ত বশতঃ অসত্যকে অর্থাৎ অস্থায়ী বন্ধুর স্থায়ীত্ব বোধে ক্ষণিক সুখের জন্য অখন্ড সুখকে ছাড়াইয়া কেবল ঘুরাঘুরি করিয়া মায়াচক্রে গতাগতি পুনঃ পুনঃ চালিত হইয়া থাকে। নাম করিয়া যাইবেন। প্রারব্ধ যদিও নাম করিতে রুচি না দেয় তবুও নামকে ছাড়িবেন না। পতিব্রত ধর্ম্মই সত্য। যেই নাম সেই ব্রহ্ম। ব্রহ্মপদ লাভের কার্য্যই শুভ অশুভ কর্ম্ম। সুখের জন্য নাম করা হয় না। তপস্যাই নাম, দুঃখেরই ভাজন। নাম করিতে করিতে যখন দুঃখের বাঁধন কাটিয়া যাইবে তখন নামে রুচি অমৃতের স্বরূপ আনন্দ হৃদয়ে আসিবে। বিচ্ছেদ হইবে না। ফলাফল ত্যাগ করিয়া নাম করিতে হয়। নাম নিয়া পরিয়া থাকাই ধর্ম্ম।।।
বেদবাণীঃ ২/৯২ বেদবাণীঃ ২/৯২ Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.