রোহিনী বাবু বললেন,,,"আর না ঠাকুর, আর না,,,,আমি বুঝতে পারিনি ঠাকুর,,,,,আমি সত্যিই কিছু বুঝতে পারিনি!" ঠাকুর বললেন,,"এবার বিশ্বাস হইছে তো ?

 রোহিনী বাবু বললেন,,,"আর না ঠাকুর, আর না,,,,আমি বুঝতে পারিনি ঠাকুর,,,,,আমি সত্যিই কিছু বুঝতে পারিনি!" ঠাকুর বললেন,,"এবার বিশ্বাস হইছে তো ?


শ্রী শ্রী ঠাকুর তখন রোহিনী কুমার মজুমদার মহাশয়ের বাড়িতে অবস্থান করছেন। রোহিনী বাবু প্রতিদিন দক্ষিণা কালীর স্তোত্র পাঠ করতেন। কিন্তু ঠাকুরের পুজো শেষে ঠাকুরের দিক থেকে মুখ ফিরিয়ে তিনি পশ্চিম দিকে ফিরে সেই দক্ষিণা কালী স্তোত্র পাঠ করতেন।একদিন দ্বিপ্রহরে বিশ্রামের সময় ঠাকুর রোহিনী বাবুকে বললেন," আমার মধ্যেই সব আছে, বিশ্বাস হয় না ? তবে এই দেখেন "- বলেই ঠাকুর তাঁর দুইহাত দুইদিক থেকে প্রসারিত করলেন। সঙ্গে সঙ্গে দুদিক থেকে আরও দুটি হাত বের হয়ে তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন। রোহিনী বাবু বললেন,,,"আর না ঠাকুর, আর না,,,,আমি বুঝতে পারিনি ঠাকুর,,,,,আমি সত্যিই কিছু বুঝতে পারিনি!" ঠাকুর বললেন,,"এবার বিশ্বাস হইছে তো ? যে আমার মধ্যেই সব আছে। সবই এক । এই ফটোতেই সব প্রকট হয়।"

🌺।জয় মা,জয় রাম,জয় গোবিন্দ।🌺
ধ্যানমূলং গুরোর্ম্মূর্ত্তি পূজামূলং গুরোঃ পদম্।
মন্ত্রমূলং গুরোর্বাক্যং মোক্ষমূলং গুরো কৃপা।।
ভাবার্থঃ
একমাত্র গুরুমূর্ত্তির ধ্যানই মূল, গুরুর পদযুগল পূজাই সকল পূজার মূল।
গুরুর বাক্যই সকল পূজার মন্ত্র, গুরুদেবের কৃপাই মোক্ষপ্রাপ্তির মূল–একমাত্র গুরুদেবের কৃপাতেই মুক্তিলাভ হয়ে থাকে।

জয়রাম। জয়ঠাকুর জয় শ্রী শ্রী রামঠাকুরের জয়।




রোহিনী বাবু বললেন,,,"আর না ঠাকুর, আর না,,,,আমি বুঝতে পারিনি ঠাকুর,,,,,আমি সত্যিই কিছু বুঝতে পারিনি!" ঠাকুর বললেন,,"এবার বিশ্বাস হইছে তো ? রোহিনী বাবু বললেন,,,"আর না ঠাকুর, আর না,,,,আমি বুঝতে পারিনি ঠাকুর,,,,,আমি সত্যিই কিছু বুঝতে পারিনি!" ঠাকুর বললেন,,"এবার বিশ্বাস হইছে তো ? Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 13, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.