বেদবাণী ১ম খন্ড(৩১৯)

 

কর্ত্তৃত্বাভিমানে জগৎ মুক্ত হয় না।এই জন্যই ভক্তির আশ্রয় নিতে হয়।ভক্তির শরণ নিতে হইলেই লব্ধ বস্তুর দ্বারাই তৃপ্তি লাভ করিয়া তাহারই অনুসরণে নিমগ্ন থাকিতে থাকিতে সত্যধর্ম্ম জাগিয়া উঠে। চিন্তা নাই,সর্ব্বদা ধর্ম্মানুষ্ঠানে লিপ্ত থাক,গুরু সর্ব্বত্রেই রক্ষা করিয়া সত্যপদ দিবে।

শ্রীশ্রীরামঠাকুর
–বেদবাণী ১ম খন্ড(৩১৯)
বেদবাণী ১ম খন্ড(৩১৯) বেদবাণী ১ম খন্ড(৩১৯) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 16, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.