বেদবানী। (১/২১২)(১/২৩৭)



তিতিক্ষা

ভগবান মঙ্গলময়।
সময়চক্রে নানান উপসর্গ জুটিয়া থাকে। আবার সময়ে সকলি চলিয়া যায়। এইজন্য কালচক্রের আগম নিগমকে তিতিক্ষা বলে। বেদবানী। (১/২১২)

আত্মীয় বন্ধু বান্ধবাদি হইতেই নানান অশান্তিকারাক বিপ্লব সংঘটিত হইয়া জীব্বদশাকে উতপীড়ন করিয়া তোলে।এই সকল স্ব স্ব ভাগ্যেই হইয়া থাকে মনে করিয়া কেবল তিতিক্ষা করিবার চেষ্টা করিতে করিতে সকল ভাবগুলি ই মার্জিত হইয়া পরম পবিত্র নিত্য সুখকর আনন্দ তরঙ্গে ভাসিয়া বেড়াইতে সক্ষম হয়।

বেদবানী। (১/২৩৭)
বেদবানী। (১/২১২)(১/২৩৭) বেদবানী।  (১/২১২)(১/২৩৭) Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 14, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.