সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন, ক্যান আপনি কি একলা থাকতে ভালবাসেন?

 



অতুলবাবুর স্ত্রীর মনে মাঝে মাঝেই একটি প্রশ্ন প্রকট হয়ে উঠে। একদিন ঠাকুরকেই তা জিজ্ঞেস করে বসলেন, আপনার ভক্ত তো আপনার শ্রীচরণে সব দেবদেবীর পূজা করেন, তাহলে দেবদেবীর এতগুলি ফটো ঘরে রাখার দরকার কি?

সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন, ক্যান আপনি কি একলা থাকতে ভালবাসেন? সেই রকম আমিও একলা থাকতে ভালবাসি না। ঠাকুর দেবতা কাহাকেও বিসর্জন দিতে নাই, আবার আবাহন কইরা আনিতে নাই। যে দেবতার আসার ইচ্ছা হয় সে নিজেই আসে।
ঘরের কর্তাকে রেখে আর সবাইকে কি তাড়িয়ে দেওয়া যায়? গুরু কর্তা। দেবদেবী তাঁরই সহচর ও সহচরী। রাস্তার লোক ডেকে তার কেউ সেবা করে না। কিন্তু কোন অতিথি এলে তাকে দিতে হয় যথার্থ মর্যাদা। দেবদেবীর বেলাও একই কথা। তাই তো ঠাকুর দিলেন অপূর্ব সমাধান - কাউকে ডেকে আনবেন না। কিন্তু কেউ এলে তাকে বিসর্জন দেওয়া যায় না।
পুরুষোত্তম শ্রীশ্রী রামঠাকুর
শ্রী মৃনাল কান্তি দাসগুপ্ত পৃষ্ঠা: ২১৭


সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন, ক্যান আপনি কি একলা থাকতে ভালবাসেন? সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন, ক্যান আপনি কি একলা থাকতে ভালবাসেন? Reviewed by SRISRI RAMTHAKUR KOTHA O BANI YOUTUBE CHANNEL on June 14, 2021 Rating: 5

No comments:

sri sri Ramthakur

Powered by Blogger.